29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    ভর সন্ধ্যেতে বিজেপি নেতা মণীশ শুক্ল খুন, আগামী কাল ব্যারাকপুর বন্ধের ডাক বিজেপি’র

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: টিটাগড় থানার অদূরে রবিবার ভরসন্ধ্যায় গুলিবিদ্ধ হন বিজেপি’র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য মণীশ শুক্ল। তাঁকে লক্ষ্য করে আততায়ীয়া ১৩ থেকে ১৪ রাউন্ড গুলি করে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

    রবিবার ওই সময়েই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ ওই বিজেপি নেতাকে আশঙ্কাজনক অবস্থাতে বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর রাতে মৃত্যু হয়।

    এই লোমহর্ষক ও ন্যাক্কারজনক খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন টুইটারে এক ভিডিও বার্তায় মণীশ শুক্ল’র মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্য বিজেপি’র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

    তিনি তাঁর ভিডিও বার্তায় রবিবারের সন্ধ্যেতে ঘটা হামলার তদন্ত সিবিআই এর হাতে দেওয়ার দাবি জানিয়েছেন। কৈলাস বিজয়বর্গীয়র অভিযোগের তীর, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তিনি জানান পুলিশের ওপর তাঁদের আর কোনও বিশ্বাস নেই। কারণ, বিজেপি নেতা মণীশ শুক্লকে টিটাগড় থানার সামনেই গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এর আগে সাংসদ অর্জুন সিং তাঁকে অভিযোগ করে জানিয়েছেন যে ব্যারাকপুরে তাঁর এবং তাঁর কর্মীদের জীবন নিয়ে সংশয় তৈরি হচ্ছে লোকসভা নির্বাচনের পর থেকেই।

    অর্জুন সিং কৈলাস বিজয়বর্গীয়র কাছে এও অভিযোগে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার অর্জুন ঠাকুরকে তাঁকে খুনের ‘সুপারি’‌ দিয়েছেন। কৈলাস বিজয়বর্গীয় বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি পুলিশের ভূমিকা খতিয়ে দেখারও দাবি জানিয়েছেন।

    অন্যদিকে, রাজ্য বিজেপি এই ঘটনার প্রতিবাদে কাল, সোমবার ব্যারাকপুরে ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দিয়েছে। এছাড়াও ব্যারাকপুর জুড়ে কাল একাধিক বিক্ষোভ কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, সাংসদ অর্জুন সিং এবং সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ’রা নেতৃত্ব দেবেন বলে দলীয় সূ্ত্রে খবর।

    তবে কে বা কারা মণীশ শুক্লকে গুলি করে খুন করলো তা নিয়ে এখনও ধন্ধে রয়েছে পুলিশ। পুলিশের সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিটি রোড জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। গোটা টিটাগড় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...