26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    দেশের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহরের খেতাব পেল তিলোত্তমা কলকাতা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মহানগরীর মুকুটে নতুন পালক। দেশের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহরের খেতাব পেল তিলোত্তমা কলকাতা।জানাচ্ছে সরকারি রিপোর্ট। ২০১৯ এর নিরিখে ২০২০ -র ফল ভালো। তবে নিরাপত্তা গননায় প্রথম সারির স্হান অর্জন না করলেও দ্বিতীয় স্হান অর্জন করেছে এই তিলোত্তমা মহানগরী। শুধু প্রশাসনিক সতর্কতা নয়, এর কৃতিত্ব এখানকার বাসিন্দাদেরও প্রাপ্য। যাঁরা শহরকে নিরাপত্তা দিয়েছেন।আর তাই
    কলকাতা পুলিশের কর্তাদের কাছে ‘দ্বিতীয়’ হওয়ার সাফল্যও অনেকটাই আনন্দ বয়ে এনেছে।

    ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরো’ (এনসিআরবি)-র রিপোর্ট বলছে যে, ‘২০১৭ সালের তুলনায় ২০১৮-য় সার্বিক ভাবে অপরাধ কমেছে কলকাতায়। খুন, ডাকাতি বা ধর্ষণের ঘটনা কমলেও নারীদের উপরে হওয়া অপরাধের সংখ্যা কিন্তু বেড়েছে। ‘নিরাপদ’ শহরের বিচারে কলকাতাকে সামান্য টেক্কা দিয়ে প্রথম স্হান অর্জন করেছে কোয়ম্বত্তূর। তবে মাস কয়েক আগে বেরোনো ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী সেই সময়ে প্রথম স্থানে ছিল কলকাতা।
    আর পাঁচটা শহরের থেকে নারী নিরাপত্তায় চিরকাল এগিয়ে আমাদের কোলকাতা।
    NCRB–এর দেওয়া রিপোর্ট অনুযায়ী, ‘কোলকাতা মহিলাদের জন্য নিরাপদতম শহর হিসাবে বিবেচিত হয়েছে। অর্থাৎ এই শহরে নারী হেনস্থার সংখ্যা সবচেয়ে কম বলে জানিয়েছে সরকারি রিপোর্টই।

    দেশের ১৯টি মেট্রো শহরের মধ্যে কলকাতায় নারী নির্যাতনের সংখ্যা সবচেয়ে কম জানিয়েছে রিপোর্ট। এমনকী কোলকাতা শহরে, ধর্ষণ বা হেনস্থার ঘটনার কোনও পুলিশ কেস হয়নি’। NCRB–এর দেওয়া আরোও তথ্য অনুযায়ী দেখা গিয়েছে যে, এই শহরে শিশু কন্যা নির্যাতনের ঘটনা একটিও ঘটেনি। মেট্রো অধীনস্থ শহরগুলির মধ্যে পরিসংখ্যান অনুযায়ী কলকাতাকে একেবারে নিরাপদতম শহর হিসাবে তুলে ধরেছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারে, ২০১৯ সালে কলকাতা শহরে মাত্র ১৪টি হেনস্থার অভিযোগ জমা পড়েছে। যা বাকি সমস্ত মেট্রো শহরের সংখ্যার তুলনায় কম। তবে এই রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র তামিলনাড়ুর কোয়েম্বাটোর শহরে একটিও নারী নির্যাতনের ঘটনা ঘটেনি।

    তবে কলকাতা শহর অবশ্য কতটা নিরাপদ, তা নিয়ে পাল্টা প্রশ্ন রয়েছে। মহিলাদের সঙ্গে ঘটা নানান অপরাধের সংখ্যার পরিমাণটাও ক্রমাগত বেড়েছে। যেমন: গত বছরই শহরের রাজপথে নিগৃহীত হয়েছেন তরুণী মডেল। এছাড়া সাম্প্রতিক অতীতে একাধিক গণধর্ষণের ঘটনা ঘটেছে। বহু ঘটনায় অভিযোগ নেওয়ার ক্ষেত্রে পুলিশের একাংশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগও উঠেছে।

    এদিকে NCRB–এর তথ্যেই দেখা যাচ্ছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৫৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে ২০১৯ সালে। যদিও তালিকায় শীর্ষে আছে দিল্লি, সেখানে নারী হেনস্থার ঘটনা ঘটেছে ১২৩১টি। রাজস্থান রাজ্য হিসাবে মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষাহীন শহর হিসাবে উঠে এসেছে। সেখানে ১৮ হাজার গার্হস্থ্য হিংসার হিসাব এসেছে রিপোর্টে। এছাড়া জানা গিয়েছে যে, ২০১৬ সাল থেকেই ধীরে ধীরে অপরাধ কমছে। আর তাতে সক্ষম হয়েছে লালবাজার।

    ২০১৬ সালে কলকাতায় অপরাধের মোট সংখ্যা ছিল ২২৫১৯টি। পরের বছর তা কমে হয় ১৯৯২৫। ২০১৮ সালে তা হয়েছে ১৯৬৮২। তবে এই রিপোর্ট নিয়ে ধন্দ রয়েছে অনেক। রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ (বিশেষ করে কলকাতা শহর), অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও সিকিমে অপরাধের পরিসংখ্যান চূড়ান্ত নয়। তবে নারী সুরক্ষায় শুধু প্রসাশন নয়, যাঁরা শহরকে আপ্রাণ চেষ্টায় নিরাপত্তা দিয়ে বারবার এগিয়ে এসেছেন, শুধুমাত্র তাদের চেষ্টাতেই কলকাতা শহর আজ নারী নিরাপত্তায় শ্রেষ্টতম এক উদাহরণ তৈরি করেছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...