দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনাকে হারিয়ে দিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অবশেষে স্বস্তির খবর বয়ে নিয়ে এল বুধবার। হাসপাতাল সূত্রে খবর আজ অভিনেতার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় আর সেই রিপোর্ট এ অভিনেতার টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। এমনকি চিকিত্সায় সাড়াও দিচ্ছেন ৮৫ বছর বয়সী এই কিংবদন্তী।
উল্লেখ্য, গত ৫’ই অক্টোবর সৌমিত্রবাবুর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। যদিও আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও অভিনেতা এখনও বিপদমুক্ত নন, তবে চিকিত্সকরা জানাচ্ছেন এই মূহুর্তে তাঁর পরিস্থিতি স্থিতিশীল।
আজ সন্ধ্যায় সৌমিত্র কন্যা পৌলমী বসু জানান, ‘আমার বাবা আজ আরও একটু ভালো আছেন, কালকের তুলনায় আজ আরও ১% উন্নতি হয়েছে শারীরিক পরিস্থিতির। আজও আরও কিছু পরীক্ষা করা হয়েছে, আগামিকাল সেগুলির রিপোর্ট হাতে পাব হয়ত। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ- আপনাদের প্রার্থনা ও ভালোবাসার জন্য’।
হাসপাতালের তরফে যা জানা যাচ্ছে তাতে দু’বার প্লাজমা থেরাপিতে ভালো সাড়া দিয়েছেন অভিনেতা। গত শনিবার ও রবিবার পরপর দু-দিন তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। বুধবার সকালে হাসাপাতালের তরফে বলা হয়, ‘ওনার শরীরিক অবস্থা স্থিতিশীল, রাতে ভালো ঘুমিয়েছেন। যদিও শরীরে সোডিয়ামের পরিমাণ একটু বেশি রয়েছে। তাছাড়া, শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ প্যারামিটার এখন স্বাভাবিক।
উল্লেখ্য, গত ৬’ই অক্টোবর করোনা আক্রান্ত সৌমিত্র বাবুকে ভর্তি করা হয় বেলেভিউ হাসপাতালে, শুরুর দিকে তাঁর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত শুক্রবার তা আচমকাই বিগড়ে যায়। এরপর আইটিইউতে স্থানান্তরিত করতে হয় অভিনেতাকে। এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত ১৬ জন চিকিত্সকের একটি টিম প্রতি মুহূর্তে সৌমিত্রর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সৌমিত্রের প্রোস্টেট ক্যানসার ফের মাথাচাড়া দিয়েছে,ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কেও স্বল্প সংক্রমণ ছড়িয়েছে। এই বিষয়টিই চিকিত্সকদের এই মূহুর্তে ভাবাচ্ছে। বর্ষীয়াণ অভিনেতার মূত্রথলিতেও সংক্রমণ রয়েছে। তাই এই বিষয়গুলি প্রতি মুহূর্তে মনিটর করছেন তাঁরা আর সেই সাথে যথাসাধ্য লড়াই চালিয়ে যাচ্ছেন।