দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার নিত্যযাত্রী ও সাধারণ মানুষের পাশাপাশি লোকাল ট্রেন চালানোর দাবিতে সোচ্চার হল বঙ্গ বিজেপি। স্বপন দাসগুপ্তা’র পর বুধবার হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ট্রেন চালুর দাবি জানিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেন। অন্যদিকে এদিন এই একই দাবিতে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লোকাল ট্রেন চালানোর দাবিতে সরব হয়েছেন। তাঁর কথা অনুযায়ী, কলকাতায় যত মানুষ কাজ করেন তার ৫০ শতাংশই আসেন লোকাল ট্রেনে। লোকালট্রেন (Local Train) বন্ধ থাকায় তারা দুর্বিসহভাবে দিন গুজরান হচ্ছে। ফলে মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর স্বার্থেই দ্রুত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করা উচিত।
উল্লেখ্য, লকডাউন শুরু হওয়ার পর থেকে গত মার্চ থেকে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। এর পর পর একে একে সমস্ত গণপরিবহণ চালু হলেও কলকাতা ও জেলাগুলির মধ্যে অন্যতম যোগাযোগের মাধ্যম লোকাল ট্রেন চালু করা যায় নি। এর ফলে বিপদে পড়েছেন কোটি কোটি মানুষ। কলকাতা লাগোয়া জেলা থেকে রোজ কয়েক লক্ষ মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন। কেউ আসেন ব্যবসার কাজে, কেউ আসেন চাকরিতে। কিন্তু লোকাল ট্রেন বন্ধ থাকায় বন্ধ রয়েছে সেসবই। তার জেরে ধুঁকছে জেলাগুলির অর্থনীতি।


এদিন লকেট চট্টোপাধ্যায় তাঁর চিঠিতে রেলমন্ত্রীকে লিখেছেন, “বাকি সব গণপরিবহণ চালু থাকলে ট্রেন চালাতে সমস্যা কোথায়?” সঙ্গে তাঁর দাবি, পূর্ব রেলের এক বরিষ্ঠ আধিকারিক তাঁকে জানিয়েছেন, লোকাল ট্রেন চালাতে তৈরি রেল। কিন্তু তার অনুমতি দিয়ে রাজ্য সরকারকে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব মেলেনি। ফলে চালু করা যাচ্ছে না লোকাল ট্রেন।