29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    আজ থেকে খুলে যাচ্ছে বিনোদন সহ বেশ কিছু জরুরী পরিষেবা, দেখে নিন কী কী মেনে চলতে হবে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার ১৫ অক্টোবর থেকে আনলক ৫-এর আওতায় কন্টেনমেন্ট জোনের বাইরে খুলে যাচ্ছে সিংগল স্ক্রীন সিনেমা হল, মাল্টিপ্লেক্স,স্কুল, বিনোদন পার্ক ও সুইমিং পুল। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোভিড সংক্রান্ত নিয়মাবলী মেনেই খুলবে এই সব প্রতিষ্ঠান। এবার এক নজরে দেখে নিন এই সব যায়গায় যেতে হলে আপনাকে কী কী খেয়াল রাখতে হবে।

    আজ থেকে দেশের সব রাজ্যেই স্কুল খুলে দেওয়ার পরামর্শ থাকলেও পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্র সহ অনেক রাজ্যে স্কুল খোলা হচ্ছে না। যদিও পাঞ্জাব ও উত্তর প্রদেশের মতো কিছু রাজ্যে অবশ্য খুলছে স্কুল। তবে নির্দেশিকাতে বলা আছে যে উপস্থিতি নিয়ে কড়াকড়ি করা যাবে না, অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে আসতে হবে, প্রথম তিন সপ্তাহে পরীক্ষা নেওয়া যাবে না, ভার্চুয়াল ভাবে কেউ পড়া চালাতে চাইলে তাকে সেই সুযোগ দিতে হবে।

    সিনেমা হল ও মাল্টিপ্লেক্স গুলিতে ৫০ শতাংশ আসন সহ খুলেমজবে । যে সব আসন ভরা হচ্ছে না সেখানে মার্কিং করে রাখতে হবে না। একটি শো শেষ হলেই আরেকটি শুরু করা যাবে না। ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে হবে। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে ও অ্যাডভান্স বুকিংয়ের ব্যবস্থা করতে হবে। সিনেমা হলের মধ্যে শুধু প্যাকেজড খাদ্য নিয়ে যাওয়া যাবে।

    খোলা ও বন্ধ হওয়ার পর এবং সারা দিনের মধ্যেও বিনোদন পার্ক- পার্ক এর যে সব জায়গা সবাই হাত দিয়ে ধরে সেগুলিকে স্যানিটাইজ করতে হবে। ফেস মাস্ক ফেলার জন্য আলাদা বিন রাখতে হবে। ওপেন সুইমিং পুল বন্ধ রাখতে হবে। ওয়াকার পার্ক ও ওয়াটার রাইড খোলা রাখা যাবে, তবে জল জীবানুমুক্ত করতে হবে নিয়মিত ক্লোরিন ছড়িয়ে ও দুষণমুক্ত করে।

    পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে পার্কের বাইরে ও ভিতরে যাতে ভিড় না জমে যায়। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে। সর্বোচ্চ কত সংখ্যক মানুষ আসতে পারেন, সেটা আঁচ করে আগের থেকে পার্ক প্রশাসনকে ব্যবস্থা করতে হবে।

    ট্রেনিং সেন্টারগুলির সুইমিং পুলে সর্বাধিক কুড়িজন সাঁতার কাটতে পারবেন। যারা ট্রেনিং সেন্টারে থাকেন, তাদের আবশ্যিক ভাবে নেতিবাচক কোভিড রিপোর্ট দিতে হবে। প্রত্যকে ট্রেনিং সেন্টারে কোভিড-১৯ টাস্ক ফোর্স রাখতে হবে ট্রেনার, কোচ ও কর্মীদের প্রশিক্ষণের জন্য।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...