দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার ১৫ অক্টোবর থেকে আনলক ৫-এর আওতায় কন্টেনমেন্ট জোনের বাইরে খুলে যাচ্ছে সিংগল স্ক্রীন সিনেমা হল, মাল্টিপ্লেক্স,স্কুল, বিনোদন পার্ক ও সুইমিং পুল। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোভিড সংক্রান্ত নিয়মাবলী মেনেই খুলবে এই সব প্রতিষ্ঠান। এবার এক নজরে দেখে নিন এই সব যায়গায় যেতে হলে আপনাকে কী কী খেয়াল রাখতে হবে।
আজ থেকে দেশের সব রাজ্যেই স্কুল খুলে দেওয়ার পরামর্শ থাকলেও পশ্চিমবঙ্গ, দিল্লি ও মহারাষ্ট্র সহ অনেক রাজ্যে স্কুল খোলা হচ্ছে না। যদিও পাঞ্জাব ও উত্তর প্রদেশের মতো কিছু রাজ্যে অবশ্য খুলছে স্কুল। তবে নির্দেশিকাতে বলা আছে যে উপস্থিতি নিয়ে কড়াকড়ি করা যাবে না, অভিভাবকদের লিখিত অনুমতি নিয়ে আসতে হবে, প্রথম তিন সপ্তাহে পরীক্ষা নেওয়া যাবে না, ভার্চুয়াল ভাবে কেউ পড়া চালাতে চাইলে তাকে সেই সুযোগ দিতে হবে।
সিনেমা হল ও মাল্টিপ্লেক্স গুলিতে ৫০ শতাংশ আসন সহ খুলেমজবে । যে সব আসন ভরা হচ্ছে না সেখানে মার্কিং করে রাখতে হবে না। একটি শো শেষ হলেই আরেকটি শুরু করা যাবে না। ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে হবে। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে ও অ্যাডভান্স বুকিংয়ের ব্যবস্থা করতে হবে। সিনেমা হলের মধ্যে শুধু প্যাকেজড খাদ্য নিয়ে যাওয়া যাবে।
খোলা ও বন্ধ হওয়ার পর এবং সারা দিনের মধ্যেও বিনোদন পার্ক- পার্ক এর যে সব জায়গা সবাই হাত দিয়ে ধরে সেগুলিকে স্যানিটাইজ করতে হবে। ফেস মাস্ক ফেলার জন্য আলাদা বিন রাখতে হবে। ওপেন সুইমিং পুল বন্ধ রাখতে হবে। ওয়াকার পার্ক ও ওয়াটার রাইড খোলা রাখা যাবে, তবে জল জীবানুমুক্ত করতে হবে নিয়মিত ক্লোরিন ছড়িয়ে ও দুষণমুক্ত করে।
পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে পার্কের বাইরে ও ভিতরে যাতে ভিড় না জমে যায়। পর্যাপ্ত সংখ্যক টিকিট কাউন্টার রাখতে হবে। সর্বোচ্চ কত সংখ্যক মানুষ আসতে পারেন, সেটা আঁচ করে আগের থেকে পার্ক প্রশাসনকে ব্যবস্থা করতে হবে।
ট্রেনিং সেন্টারগুলির সুইমিং পুলে সর্বাধিক কুড়িজন সাঁতার কাটতে পারবেন। যারা ট্রেনিং সেন্টারে থাকেন, তাদের আবশ্যিক ভাবে নেতিবাচক কোভিড রিপোর্ট দিতে হবে। প্রত্যকে ট্রেনিং সেন্টারে কোভিড-১৯ টাস্ক ফোর্স রাখতে হবে ট্রেনার, কোচ ও কর্মীদের প্রশিক্ষণের জন্য।