দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবারের পুজো অন্যান্য বছরের থেকে একদমই আলাদা কারণ পুজোর শপিং বা প্যান্ডেল হপিং সে সবই এবার বিশ বাঁও জলে। হ্যাঁ, বৃষ্টির জলে পন্ড হতে চলেছে এবারের পুজোর ষষ্টি থেকে অষ্টমী। তেমনটাই জানাচ্ছে কলকাতার হওয়ায় অফিস। যদিও এর আগেই দিল্লির মৌসম ভবন থেকে জানানো হয়েছিল যে মৌসুমী বায়ু বিদায়ের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। এমনকি ‘ঘূর্ণিঝড়’ গতি’র ও ভ্রূকুটি দক্ষিণের কয়েকটি রাজ্যকে ইতিমধ্যেই বৃষ্টির মুখোমুখি দাঁড় করিয়েছে। তেলেঙ্গানা’র অবস্থা ভয়াবহ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দুর্গা পুজোর ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের সূত্রে এও খবর যে আগামী ১৯’শে অক্টোবর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যেটি ক্রমশ শক্তি সঞ্চয় করে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল দিয়ে ভূভাগে প্রবেশ করবে। এর জেরে সমুদ্র থেকে দক্ষিণবঙ্গে ঢুকবে প্রচুর জলীয় বাস্প। যেহেতু এখনো বাংলায় মৌসুমি বায়ু সক্রিয়। তাই এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
এছাড়া পুজোর আগে পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বায়ু প্রত্যাগমণের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে পুজোর সময়ে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। সোসাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এসব গুজবে কান দেবেন না। হ্যাঁ,তবে নিম্নচাপের জেরে মাটি হতে পারে পুজোর প্রথম তিনটে দিন।