দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পুরুলিয়া জঙ্গলমহলের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার অবশেষে অবসান হল। যে মেডিক্যাল কলেজ তথা হাসপাতাল চালুর উদ্দ্যোগ এতদিন শুরু হবার গুঞ্জন শোনা যাচ্ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কথায় সেই মেডিকেলের পরিষেবা শীঘ্রই শুরু করবে রাজ্য। যেখানে ১০০ টি আসনে কাজ করবেন এমবিবিএস পদাধিকারি চিকিৎসকেরা।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, এই নতুন ১০০ টি পদ মিলেয়ে এখনো পর্যন্ত, এ রাজ্যে এমবিবিএস আসন সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজারের মতোন।পূজোর প্রাক মুহূর্তে, মুখ্যমন্ত্রীর এই ঘোষনায় হাসি ফুঁটেছে পুরুলিয়া তথা জঙ্গলমহলের অধিবাসীদের মুখে।
উল্লেখ্য, নতুন এই উদ্দ্যোগ রাজ্যের ভবিষ্যত চিকিৎসকদের পথ আরও প্রশস্ত করবে বলে মনে করছেন রাজ্য চিকিৎসক মহল। তবে হাসপাতালের পরিকাঠামোগত দিক নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেক ক্ষেত্রেই হাসপাতাল থাকলেও তার পর্যাপ্ত পরিকাঠামোতায় সরকারের উদাসীন মলোভাব খবরের শিরোনাম উঠে আসে বলেও মন্তব্য অনেকের। তবে পুরুলিয়ার জেলা স্বাস্থ্য উন্নয়নে,এতদিনের দুর্ভোগের সমাপ্তি হবে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকল পুরুলিয়াবাসীই।