দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিশ্বের প্রায় সকলেই বলছেন চীন থেকে করোনা ছড়িয়েছে। আর এই অভিযোগ বিশ্বের অনেক দেশের মত ভারতের ও। সেই সাথে ভারতের মাটিতে চীনের অনুপ্রবেশ সেই আগুনে ঘৃতাহুতি করেছে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে এসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। কিন্তু চীনের এহেন দু:সাহসকে মেনে নিতে পারেনি অসীম পাল। পেশায় মৃত্ শিল্পী অসীম চীনের প্রতি রাগ-ক্ষোভ প্রশমন করতে পারেনি। শি জিনপিং এর মাথা আলাদা করে দিয়েছে ধর থেকে। যা এই মূহুর্তে BREAKING NEWS।


না ফেক নিউজ নয়, বাস্তব খবর তবে শি জিংপিং বাস্তব নন বরং তার আদলে মুর্শিদাবাদের বহরমপুরে স্বর্গধাম ক্লাবের সার্বজনীন দুর্গাপুজোয় তৈরি হয়েছে অসুর। এই দুর্গাঠাকুরের সিংহ কামড় দিয়ে শরীর থেকে শি জিংপিং এর মাথা আলাদা করে দিয়েছে। মৃৎ শিল্পী অসীম পালের তৈরি এই প্রতিমা এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। নেটের দৌলতে হাতে হাতে এই ছবি চারিদিকে হুহু করে ছড়িয়ে পড়ছে।


স্বর্গধাম ক্লাবের অসুরের ছবি দেখে মৃৎ শিল্পীকে ধন্যবাদও জানাচ্ছেন। বাঙালীর দুর্গাপুজোয় থিম পুজো অনেক বছর ধরেই চলে আসছে। তবে এবার সব থিম পুজোকে ছাপিয়ে বহরমপুর ক্লাবের এই পুজো বেশ নাম কামিয়ে নিয়েছে। এই মূর্তিতে দেখানো হয়েছে যে, মা দুর্গার বাহন সিংহ অসুরের মুণ্ডু ছিঁড়ে খাচ্ছে। অসুরের মুণ্ডু মাটিতে পড়ে রয়েছে। আর সেই মুণ্ডু অবিকল চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো।


এর পাশাপাশি এবার অসুর হিসেবে দেখা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও। তবে সেই শিল্পীর নাম ও মণ্ডপের নাম জানা যায় নি।