29 C
Kolkata
Sunday, June 11, 2023
More

    ভাবনায় নয়, ব্যবস্থাপনা ও সামাজিক চেতনায় ‘মন’ ছুঁয়ে যাচ্ছে বারাসাত পাইওনীয়ার পার্ক পূজা কমিটি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: নিউ নর্ম্যালে নতুন সাক্ষর রাখল বারাসাত পাইওনীয়ার পার্ক পূজা কমিটি। করোনা আবহে আগেই ঠিক ছিল মন্ডপ করতে হবে তিনদিক খোলা সেই সাথে মন্ডপে ব্যবস্থা থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার ও মাস্ক এর। এর পাশাপাশি হাইকোর্ট জানিয়েছে ছোট মণ্ডপের ৫ মিটার আগে ঝুলিয়ে দিতে হবে নো-এন্ট্রি’র বোর্ড।

    এই দুর্গা মন্ডপে গেলে দেখতে পাওয়া গেলো সরকারী বিধি-নিয়মের যতহযথ প্রয়োগ সেই সাথে সামাজিক চেতনা বৃদ্ধির আন্তরিক প্রয়াস। মন্ডপে ঢোকার মুখেই বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল। আগত দর্শনার্থীদের সেই টানেলের মধ্য দিয়ে প্রবেশ করিয়ে তবে মণ্ডপের ৫ মিটার দূরে যেতে দেওয়া হচ্ছে।

    সোসাল ডিসট্যান্স বজায় রাখার বার্তা দিতে মণ্ডপের সামনেই চক দিয়ে গোল গোল বৃত্ত তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের সেখানেই দাঁড়াতে অনুরোধ করছেন ক্লাবের সদস্যরা। সেই সাথে এবার মাস্ক এও এসেছে অভিনবত্ব। মাস্ক এই প্রিন্ট করা হয়েছে দুর্গা মূর্তি । মণ্ডপের একপাশেই স্যানিটাইজার ও ফ্রী মাস্ক ডিস্ট্রিবিউশন কাউন্টার করা হয়েছে। যেখানে আগত দর্শনার্থীদের হাতে ড্রপ ড্রপ স্যানিটাইজার দিচ্ছেন ক্লাব সদস্যদের একাংশ।

    কিন্তু এ বছরের দুর্গাপুজোটা যে মানুষের ‘স্বাস্থ্যের ঝুঁকি’র সাথে জড়িয়ে সেটাই ক্লাবের সদস্যরা সকল কে মনে করিয়ে দিতে চাইছেন। যাঁদের পৃষ্ঠপোষকতায় এই পুজো সার্থক ও সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে তাঁরা হলেন নিহার দাস, গৌতম চ্যাটার্জী, অমর বসাক, ডাঃ গৌতম সাহা, সুভাষ ভট্টাচাৰ্য ,সুব্রত মুখার্জী, সন্দীপ মুখার্জী ও রঞ্জিত কর্মকার। সলিল ঘোষ (নাড়ু), শুভায়ু দে (মিতুল), সুবীর মণ্ডল (ছোট বুবাই) ও প্রসূন বসু (টুবাই) এর অক্লান্ত ও আন্তরিক ব্যবস্থাপনাতে সম্ভব হয়েছে এই মহান কর্মযজ্ঞ। আর যার নাম না উল্লেখ করলেই নয় তিনি এই পুজো কমিটির প্রেসিডেন্ড মনোতোষ দাস( মিন্টু দা) ,যাঁর অক্লান্ত পরিশ্রমে পুজোর আয়োজনটি সম্পূর্ণ হয়েছে ।

    নিউ নর্ম্যাল দুর্গা পুজোতে মন্ডপ ও দর্শনার্থীতে প্রভাব পড়লেও প্রভাব পড়েনি মায়ের মূর্তি ও সাবেকিয়ানায়। দেবীর মূর্তি ভাবনায় বাহারি রঙের প্রয়োগ খুব সহজেই শারদীয়া বাংলার মানুষের মনের কথাই বলে। সেই সাথে মায়ের মুখের আদলে ফুটে উঠেছে সারল্য ও অভয় দানের উজ্জ্বল আভা যা এক লহমাতে নিষ্পলক করছে আগত দর্শনার্থীদের। মণ্ডপের সজ্জাতে রয়েছে একটি বিশালকায় ঝারবাতি। যার রোশনাই দেখার জন্যে ভিড় করছেন দর্শনার্থীরা, এর সাথে রয়েছে মণ্ডপের সংলগ্ন অঞ্চলে একাধিক আলোক সজ্জা যা এক কথায় অনবদ্য।

    এই শঙ্কার আবহাওয়াতে যেখানে উত্তর ২৪ পরগণাতে সংক্রমণের হার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেখানে বারাসাত পাইওনীয়ার পার্ক এর এবারের পুজো ‘করোনা’ চেতনা বৃদ্ধিতে যে তাদের সামাজিক দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করছেন সে কথা বলাই বাহুল্য।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...