দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অতীতের পাতা ঘাটলে, এমন বহু জায়গার খোঁজ এখনো মিলবে যেখানকার ইতিহাসের সাথে আজও ওতোপ্রতো ভাবে জড়িয়ে রয়েছে দেবীমাহাত্ম্যের অলৌকিক সব ঘটনা। গত ৩০০ বছর ধরে এমনই এক অলৌকিক ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে বাঁকুড়ার গোকুল নগরের গয়াল ব্রাহ্মণ পাড়া।সেখানকার দুর্গা পুজোতে আজও রীতিমেনে অষ্টমীতে দেবীর ঘটের সব ফুল আপনাথেকেই পড়ে যায়।
এখানকার দূর্গা পূজায় অষ্টমীর দিন সকালে কুমড়ো বলির রীতি আছে। তবে সে বলি হবার আগে দেবীর ঘট থেকে ফুল পড়ে।দেবীর ঘটের ফুল পড়লে তবেই মেলে বলির অনুমতি।
স্থানীয় বাসিন্দাদের মতো এখানকার দেবী এতোটাই জাগ্রত যে, গ্রামের মানুষেরা তো বটেই, বহু দূর দূরান্ত থেকেও,দেবীর কাছে মনবাঞ্ছা পূরনের আশায় ভক্তদের ভিড় জমে মন্দির প্রাঙ্গনে। প্রতিবছর ভক্তদের ঢলে মন্দিরের আঙিনা ভরে উঠলেও এবছর করোনার জন্যে সে ভিড়ে একটু তারতম্য নজরে এসেছে। তবে দেবীর পূজোর চিরাচরিত প্রথায় কোনও খামতি হয়নি।