দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কেটে গিয়েছে ১৯ দিন অবস্থার কোনো উন্নতি হয়নি , আজ মহা অষ্টমীতে আরো অবনতি হলো সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ।তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য অরিন্দম কর জানান আগের মতোই স্নায়বিক সংকটে রয়েছেন অভিনেতা । পরবর্তীতে তাঁর বোরো রকম পরিবর্তন আনার পুষ্পক্ষপাতি তাঁর চিকিৎসকরা । কোভিড রিলিটেড এনসেফালোপ্যাথির কারণে তিনি শনিবারেও আচ্ছন্ন অবস্থায় রয়েছেন।
পরীক্ষায় তাঁর মস্তিষ্কে করোনার প্রভাব ছাড়া অন্য কোনও রকম অস্বাভাবিকতার চিহ্ন মেলেনি। অভিনেতার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড দেশ-বিদেশের নিউরো-ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন নিয়ম করেই । আশার কথা, নতুন কিছু ওষুধ অভিনেতার চিকিৎসায় যোগ করার পর খুব ধীরে হলেও তিনি সেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন। চিকিৎসকরা জানান, মস্তিষ্ক ও স্নায়ু বাদ দিলে শরীরের অন্য সব গুরুত্বপূর্ণ অঙ্গ স্বাভাবিক কাজ করছে।
করোনা আক্রান্ত হয়ে তিনি গত ৬ অক্টোবর মিন্টো পার্ক লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি হন । পরে করোনামুক্ত হলেও এনসেফালোপ্যাথির জেরে শারীরিক অবস্থার অবনতি হয় ৮৪ বছরের অভিনেতার। তাঁর অন্যতম চিকিৎসক অরিন্দম কর এদিন জানান, করোনার সম্প্রসারিত প্রভাব বাদ দিলে এনসেফালোপ্যাথির অন্য কোনও কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সংক্রমণ কিংবা গঠনগত কোনও বিচ্যুতি তাঁর এমআরআই-তে ধরা পড়েনি। বিশেষজ্ঞদের মতে , কোভিড রিলেটেড এনসেফালোপ্যাথির জেরে এমন অবস্থা এক থেকে তিন মাস পর্যন্ত থাকতে পারে। তাই এই মুহূর্তে চিকিৎসার পাশাপাশি অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। একই কথা জানানো হয়েছে অভিনেতার পরিবারকেও।