দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবকে দেখতে, তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে অষ্টমীর সন্ধ্যায় স্বস্ত্রীক উপস্থিতি হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন সন্ধ্যে ৬ টা নাগাদ বুদ্ধদেবের বাড়িতে পৌঁছান রাজ্যপাল। প্রায় কুড়ি মিনিটের মতোন সময় কাটান প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে। কথা বলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গেও।দেখা সাক্ষাতের পর বেড়িয়ে আসবার সময় বুদ্ধদেব বাবুর শারিরীক অবস্থা নিয়েও কথা বলেন রাজ্যপাল ধনকড়। তিনি বলেন, ওনার শারিরীক অবস্থা এখন ভালো থাকলেও শ্বাসের সমস্যাটা এখনো আছে, যথারীতি অক্সিজেনও চলছে । পাশাপাশি তিনি জানান, স্বল্প সময়ের সাক্ষাৎকার হলেও স্বাস্থ্য থেকে রাজ্যের পরিস্থিতি, কমবেশি সকল বিষয় নিয়েই ওনার সাথে কথা হয়েছে ।
টুইট করে তাঁর পরিবারের সুস্থ কামনার পাশাপাশি, তাঁদের দূর্গা পূজার আন্তরিক শুভেচ্ছাও জানান তিনি। যদিও রাজভবন সূত্রে খবর, রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ পূর্ব নির্ধারিতই ছিল।
উল্লেখ্য, এদিন বুদ্ধদেব বাবুর বাড়ি ছাড়াও, স্বস্ত্রীক বেলুড় মঠেও জান রাজ্যপাল ধনকড়।