দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আবার চিঠি দিয়ে কেন্দ্র জানিয়ে দিয়েছে রাজ্যকে যে উৎসবের মরশুমেও রেশনে কোপ পড়তে চলেছে। ফলত: রেশন নিয়ে এবার প্রকাশ্যে কেন্দ্র-রাজ্য সংঘাত। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় পশ্চিম বঙ্গ রাজ্যকে আগামী নভেম্বর মাসের রেশন দেবে না কেন্দ্র। সেই কথাই চিঠি দিয়ে রাজ্যকে জানিয়ে দেওয়া হল। আর এই অব্যবস্থার জন্যে কেন্দ্র সরাসরি দায়ী করেছে রাজ্যকে। যদিও কেন্দ্রের এই চিঠির জবাব অবশ্য দেয়নি রাজ্য। তবে আশা করা যাচ্ছে যোগ্য জবাব দেবে রাজ্য সরকার।
উল্লেখ্য, করোনার জেরে দেশজুড়ে লকডাউন ঘোষণার পরই সাধারণ মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেশন দেওয়ার কথা ঘোষণা করেন। সেই ঘোষণাতে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কথা জানানো হয়েছিল। এই গরিব কল্যাণ যোজনার মেয়াদ পরবর্তিতে বৃদ্ধি পেয়ে নভেম্বর মাস পর্যন্ত হয়। কেন্দ্রের অভিযোগ, অন্ন বিতরণ পোর্টালে রাজ্য এই সংক্রান্ত কোনও তথ্য দেয়নি। তাই নভেম্বর পর্যন্ত এই যোজনার মেয়াদ বাড়লেও এই মাসের রেশন পশ্চিমবঙ্গকে রাজ্য পাবে না।
সূত্রের খবর কেন্দ্রের পক্ষ থেকে এই চিঠি খাদ্য দফতরের মুখ্যসচিবকেও পাঠানো হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালে তথ্য না দেওয়ায় নভেম্বর মাসের রেশন পাবে না রাজ্য। এখন বাংলায় দুর্গাপুজো চলছে। এটা সবথেকে বড় উৎসব। নভেম্বর মাসেও একাধিক পুজো ও উৎসব রয়েছে। সেখানে আগাম সতর্ক না করে সরাসরি রেশন বন্ধ করে দেওয়ার চিঠি রাজ্যবাসীকে ভাতে মারার কৌশল বলে মনে করছেন রাজ্যর প্রধান শাসকদল তৃণমূল। তাঁদের বক্তব্য, এরপর মোদী বাংলাকে পাখির চোখ করে ভোটে জিততে চায় কোন সাহসে।
যদিও কেন্দ্রের ঘোষণার পর পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেখানে কেন্দ্রের এই পদক্ষেপে গরীব মানুষের ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। এমনিতেই লকডাউনের সময়ে অনেক ক্ষেত্রে রেশন সামগ্রী নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। এমনকি রেশন দুর্নীতির অভিযোগও তোলে বিজেপি নেতারা এবং কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতির মধ্যে ফের একবার কেন্দ্র ও রাজ্য সংঘাত বাধলে ক্ষতিগ্রস্থ হবে দরিদ্র মানুষ এই কথাই বলছেন বিশেষজ্ঞরা।