দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সবজি কিনতে এখন সর্বহারা হওয়ার দশা বাঙালি মধ্যবিত্তের। দৈনিক ন্যূনতম সবজির ক্রয় বাজেট ২০০ ছুঁই ছুঁই। কিন্তু আপনি যদি পাইকারি মার্কেটে ঘোরাফেরা করে দেখতে পাবেন যে দামে পাইকারী সবজি বিক্রি হচ্ছে, খোলা বাজারে তার প্রায় চার গুণ দামে বিক্রি হচ্ছে সবজি।
দেখে নিন আজ খোলা খুচরো বাজারের (কলকাতা) সবজির দর: খোলা বাজারে জ্যোতি আলু – ৩৪-৩৫ টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু ৩৮-৪০ টাকা কিলো আলু, পেঁয়াজ ৮০-৯০ টাকা প্রতিকিলো, আদা ২০০ টাকা প্রতিকিলো, কুমড়ো ৩০ টাকা প্রতিকিলো, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা। উচ্ছে ৬০ টাকা প্রতিকিলো, পটল – ৫০-৮০ টাকা প্রতিকিলো, ঢেঁড়স – ৫০-৭০ টাকা প্রতিকিলো বেগুন – ৫০-৬০ টাকা প্রতিকিলো, টমেটো ৬০-৮০ টাকা প্রতি কিলো, লঙ্কা ১৫০-২০০ টাকা প্রতিকিলো, গাজর ৬০ টাকা প্রতিকিলো, বাঁধাকপি – ৪০-৫০ টাকা কিলো।
এবার দেখে নিন পাইকারি বাজার (কলকাতা) সবজির দর:
সবজি: জ্যোতি আলু ১৬-১৭ টাকা প্রতিকিলো, পেঁয়াজ ১৫ টাকা প্রতিকিলো, আদা ৭০ টাকা প্রতিকিলো, কুমড়ো ১০ টাকা প্রতিকিলো, উচ্ছে ৬০-৬৫ টাকা প্রতিকিলো, ঝিঙে ২০ টাকা প্রতিকিলো, বেগুন ১৫ টাকা প্রতিকিলো, টমেটো ২০ টাকা প্রতিকিলো, লঙ্কা ২৫-৩০ টাকা প্রতিকিলো, গাজর ২০-২৫ টাকা প্রতিকিলো, বাধা কপি ১২ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ১০-২৩ টাকা, বরবটি ৩৫-৪০ টাকা প্রতিকিলো, করলা ২৮-৪০ প্রতিকিলো, লাউ ৮ টাকা প্রতিকিলো। পেপে ১২-১৫ টাকা প্রতিকিলো।
লক্ষ্য করলেই বুঝতে পারবেন উত্সব, পুজো ইত্যাদি ইত্যাদি অছিলাতে আগুন করে তোলা হচ্ছে খুচরো বাজার। যা খুব স্বাভাবিকভাবেই এই লকডাউন ও মন্দা অর্থনীতির সময়ে সত্যিই নাভিশ্বাস তোলার উপক্রম করছে। যদিও এই বিষয়ে বাজার সমিতি ও ব্যবসায়ীদের দাবি, পরিবহন ও সরকারী নীতি’র কারণেই এই মূল্যবৃদ্ধি। উল্লেখ্য, আলুর দাম নিয়ন্ত্রণ করতে এর আগে রাজ্য সরকারের এনফোর্সমেণ্ট ডিপার্টমেন্ট বাজারগুলি ভিজিট করছিল। কিন্তু তাতেও দাম কমানোর কোনো লক্ষণই নেই।