দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং জঙ্গলমহলের চিকিত্সক নেতা সুকুমার হাঁসদা। বর্তমানে তিনি রাজ্য বিধানসভায় ডেপুটি স্পিকারের পদে ছিলেন।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর শরীরিক অবস্থার অবনতি হওয়াতে ১০’ই অক্টোবর তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর জীবনাবসান হয়।
প্রসঙ্গত, ২০১১ সালে ঝাড়গ্রাম থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচিত হন সুকুমার হাঁসদা। প্রথম তৃণমূল সরকারের আমলে ক্যাবিনেটে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব পান। তবে ২০১৬ সালের নির্বাচনে তাঁর আসনে জিতে আসার পরও তাঁকে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব আর দেওয়া হয়নি। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচন এবং পরের বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর জঙ্গলমহলে শাসক দলের রাজনীতিতে তিনি আরও কোণঠাসা হয়ে পড়েন।
সেই সময়ে দলের অন্দরে অনেকেই তাঁকে পশ্চিমাঞ্চলের ভোটের খারাপ ফলের জন্য দায়ী করেন। ইতিমধ্যে বিধানসভার ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফির মৃত্যু হলে, তাঁর জায়গায় দায়িত্ব পান এই জনজাতি নেতা। তবে মেয়াদ শেষ হওয়ার ৪ মাস আগেই তিনি প্রয়াত হলেন।
আজ বৃহষ্পতিবার রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রয়াত প্রাক্তন মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে আজ রাজ্যের সমস্ত সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।