দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শেষ কবে বাড়ির জানালা দিয়ে কাঞ্চন জঙ্ঘার সম্পুর্ণ রেঞ্জ দেখতে পেয়েছেন মনে করতে পারছিলেন না বছর ৪০ এর রাজু তামাঙ্গ। কিন্তু আজ সকাল থেকেই শিলিগুড়ির বাড়ির জানালা খুলেই দেখতে পেলেন কাঞ্চনজঙ্ঘা! শুধু রাজু ভাই নন, আজ গোটা উত্তর বঙ্গ মোহিত হয়ে রয়েছে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপে।
এমনকি কুচবিহার থেকেও কাঞ্চনজঙ্ঘার শিখর কে দেখে মোহিত কুচবিহার বাসী। নভেম্বর চলছে, বর্ষা বিদায় নিয়েছে রাজ্য থেকে, ইতিমধ্যেই উত্তরের হাওয়া একটু একটু করে ঢুকতে শুরু করছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ও কম। আজ শিলিগুড়ির আপেক্ষিক আর্দ্রতা ৪৯% এবং দৃশ্যমানতা ১৩ কিমি, যে কারণে কম দূষণ ও নির্মল অবহাওয়া কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্যে যথাযথ পরিবেশ তৈরি করেছে।


আজ দ্য ক্যালকাটা মিররের সাথে ফোনে কথা বলতে গিয়ে দার্জিলিং এর দাওয়াইপানি’র হোম স্টে ‘আড্ডাহাটে’র কর্ণধার সূর্য চ্যাটার্জী বললেন, “এ দৃশ্য খুব কমই দেখতে পাওয়া যায়, আজ শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, সেই সাথে দার্জিলিং এর টাইগার হিল থেকে আর সন্দকফু থেকে মাউন্ট এভারেস্ট আর মাউন্ট মাকালুকেও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে।” কথা বলতে বলতে তার স্বরে ছিল উচ্ছাস।


উল্লেখ্য, আড্ডাহাট সম্পূর্ণভাবে বাঙালি পরিচালিত একটি অনবদ্য হোম স্টে। যেখানে সপ্তাহন্তে নিরিবিলিতে থাকা সেই সাথে ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার দুর্লভ সুযোগ পাওয়া যায়। এটি দার্জিলিং এর দাওয়াইপানিতে অবস্থিত। সব থেকে আকর্ষণীয় বিষয় এই যে এই হোমস্টে তে আপনি চাইলে আপনার পোষ্যকেও নিয়ে যেতে পারেন সেই সাথে বাইক ভাড়া করে সাইড সিন করারও দুর্লভ সুযোগ রয়েছে।
দাওয়াইপনি থেকে আড্ডাহাট হোম স্টে থেকে কাঞ্চনজঙ্ঘা আড্ডাহাট থেকে কাঞ্চনজঙ্ঘার সম্পুর্ণ রেঞ্জ
সূর্যবাবুর মতে এ বছরে কোভিড-১৯ অতিমারীর কারণে এখন দাওয়াইপানিতে পর্যটক আসা নিষিদ্ধ। তবে বুকিং চলছে জানুয়ারীর জন্যে। এখন বাতাসে দূষণ নেই, সেই সাথে সামনেই শীত, ফলে জানুয়ারী মাসে সবুজ প্রকৃতি ও শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাকে এক সাথে দেখার সুযোগ ছাড়তে চাইছেন না কেউই। সেই সাথে আড্ডাহাটে তো রয়েছেই বিশুদ্ধ বাঙালি খাবারের সুযোগ। বুকিং করতে গেলে আড্ডাহাটের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে অথবা গুগুলে আড্ডাহাট লিখেলেই হবে বলে জানালেন সদা হাস্যময় সূর্য বাবু।
গাজলডোবা ফুলবাড়ি মালবাজার
আজ ফুলবাড়ি, লেপচাজগত, গাজলডোবা,মালবাজার সব যায়গা থেকেই দেখতে পাওয়া গিয়েছে কাঞ্চনজঙ্ঘাকে।