রাত পোহালেই বাঙালীর কোজাগরী লক্ষ্মী পূজা। এবারের দুর্গাপুজোতে বিধি নিষেধের আবহে পুজো পরিক্রমাতে ভাটা পড়লেও লক্ষ্মীপুজোতে প্রতিটিই ঘরেই আসছেন দেবী। বাজারের মূল্যবৃদ্ধির গ্রাফ ঊর্ধমুখী হলেও মা কে ঘরে আনতে দ্বিধা করছেন না কেউ। সেই ছবিই ধরা পড়লো আমাদের ব্যুরো ফটোগ্রাফার কুন্তল চক্রবর্তী’র ক্যামেরাতে।