দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে চলতি সপ্তাহে বাংলা থেকে বিদায় নিয়েছে মরসুমি বর্ষা। আর বর্ষা বিদায়ের সাথে সাথেই রাজ্যে উত্তর-পশ্চিমের শুকনো বাতাস ঢুকতে শুরু করেছে । যার জেরে ভোর ও রাতে তাপমাত্রার পারদ নামছে। হালকা শীত অনুভব করছেন রাজ্যবাসী। কিন্তু সকলের মনে এখন একটাই প্রশ্ন, তবে কি বাংলায় এই নভেম্বরেই ঢুকে পড়ল শীত?
এই প্রশ্নের উত্তর দিল কলকাতা হাওয়া অফিস। অবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এখনই বাংলায় জাঁকিয়ে শীত পড়ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ৩০ সে অক্টোবর অর্থাত্ শুক্রবার পর্যন্ত আবহাওয়া শুকনোই থাকবে। তাপমাত্রা কমবে মূলত: রাত ও ভোরের দিকে। অফিস সূত্রে কলকাতার তাপমাত্রা থাকবে ২০-২১ ডিগ্রির আশপাশে।
অক্টোবরের একেবারে শেষদিন অর্থাত্ আজ থেকেই বদলাবে আকাশের চরিত্র। তবে উপগ্রহচিত্র অনুযায়ী বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার পরোক্ষ প্রভাবে দক্ষিণা বাতাসের আনাগোনা বাড়বে বঙ্গে। মেঘলা থাকবে আকাশ। রাতের দিকে তাপমাত্রা হতে পারে ২৩ থেকে ২৪ ডিগ্রি। তবে সাগর শান্ত হলেই হেমন্তের প্রথম শীতের স্পর্শ অনুভব করতে পারবেন বঙ্গবাসী।