দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: উত্তরবঙ্গের খেরকাটা এলাকায় একটি সুপারি বাগানে হাতির উপদ্রব ঠেকাতে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রাখা হয়েছিল বাগানটি। সেখানেই নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের পর, ফের একবার হাতি মৃত্যুর ঘটনা ঘটল। রাতের অন্ধকারে ওই বাগানে ঢুকতে গিয়ে বিদ্যুত্ পৃষ্ট হয়ে মারা গেল একটি পূর্ণবয়স্ক মাকনাহাতি।
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে মফিজুল হক নামে এক ব্যক্তির সুপারি বাগানে ওই হাতিটির মৃতদেহ দেখতে পাওয়া যায়। এরপরই খবর পেয়ে খেরকাটা বিট, খুনিয়া রেঞ্জ ও নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে।
বনদপ্তর জানিয়েছে ঐ বাড়ির চারিপাশও বিদ্যুতের তার দিয়ে ঘেরাও করে রাখা হয়েছিল। রাতের অন্ধকারে সুপারি বাগানে ঢুকতে গিয়ে বিদ্যুত্ পৃষ্ঠ হয় হাতিটি। এরপর সকালে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরকে।
অবশ্য উত্তর বঙ্গে এই ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও বামনডাঙ্গা চা বাগানে বিদ্যুত্ পৃষ্ঠ হয়ে আরেকটি হাতি মারা গিয়েছিল। প্রশাসনের তরফে বারবার অনুরোধ করা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তিতে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বনদফতর। বিদ্যুত্ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্ট।