দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সুপ্রিমকোর্টের নির্দেশ মেনে বেসরকারি স্কুল গুলি কার্যত হাইকোর্টের পরামর্শে টিউশন ফি মকুব করে পরিবর্তিত ফি স্ট্রাকচারের নির্দেশিকা প্রকাশ করতে শুরু করল। সূত্রের খবর, শুক্রবার থেকেই কলকাতা ও শহরতলীর বেসরকারী স্কুলগুলি পরিবর্তিত ফি স্ট্রাকচার এর নোটিশ দিতে শুরু করেছে তাদের ওয়েবসাইটে। এর পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যেও নোটিশ জারি করা হয়েছে বিদ্যালয়ে।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ মেনে কুড়ি শতাংশ টিউশন ফি এবং নন-অ্যাকাডেমিক ফি মকুব করেই পরিবর্তিত ফি স্ট্রাকচার দিচ্ছে বেসরকারী স্কুলগুলি। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিল করোনা পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকে কুড়ি শতাংশ টিউশন ফি মকুব করতে হবে এবং তার সঙ্গে নন-অ্যাকাডেমি ফি নেওয়া যাবে না।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে গিয়েছিল একাধিক বেসরকারী স্কুল। সুপ্রিম কোর্ট অবশ্য জানিয়ে দেয় হাইকোর্ট যে রায় দিয়েছে ফি সংক্রান্ত বিষয়ে সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কোন হস্তক্ষেপ করবে না। তারপরপরই শুক্রবার থেকেই তাদের নিজ নিজ ওয়েবসাইটে স্কুলগুলি পরিবর্তিত ফি স্ট্রাকচার আপলোড করতে শুরু করেছে।
উল্লেখ্য, টিউশন ফি কমানো সহ অন্যান্য নন-অ্যাকাডেমিক ফি নেওয়া যাবে না তা নিয়ে লকডাউনের শুরু থেকেই অভিভাবকদের একাংশ বিক্ষোভ শুরু করে কলকাতা সহ একাধিক জেলার বেসরকারী স্কুলগুলিতে। কলকাতার বেশিরভাগ স্কুলে অভিভাবক অভিভাবিকা বিক্ষোভ দেখান। কখনও রাস্তা অবরোধ করে বিক্ষোভ আবার কখনো শান্তিপূর্ণভাবে স্কুলের বাইরে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অভিভাবকদের বিক্ষোভে সামিল হতে দেখা যায়। অন্যদিকে ফি না দেওয়ার জেরে অনলাইন ক্লাস থেকে পড়ুয়াদের বাদ দেওয়ার মতো ঘটনাও ঘটে। তার জেরে স্কুল ও অভিভাবকদের মধ্যে বিতর্ক হয়।
যদিও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে বেসরকারী স্কুলগুলি চলতি বছরে টিউশন ফি সহ অন্যান্য ফি এ-বছর বৃদ্ধি করে নি। শেষমেষ ফি কমানোর দাবি নিয়ে মামলা যায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্টের তরফে একটি কমিটিও করে দেওয়া হয় ফি কমানোর বিষয় নিয়ে।
সেই কমিটির রিপোর্ট জমা করার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেয় বেসরকারি স্কুল গুলি কে টিউশন ফি ২০ শতাংশ মকুব করতে হবে। শুধু তাই নয় করোনা পরিস্থিতিতে কোনো রকম নন-অ্যাকাডেমিক ফি নেওয়া যাবে না। যদিও এই মামলার রায় নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে গেলেও সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় ফি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট কোন হস্তক্ষেপ করবে না।