দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার পশ্চিমবঙ্গ সফর বাতিল হল। তাঁর বদলে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত শুক্রবার এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব পরিকল্পনা অনুসারে পুজোর আগেই পশ্চিমবঙ্গে আসার কথা ছিল শাহের। কিন্তু সেই সফর হচ্ছে না বলে জানিয়ে জেপি নড্ডার সফরসূচি ঘোষণা করেছিলেন দিলীপ ঘোষ। শুক্রবার দিলীপ জানান, পুরনো সফরসূচি মেনে অমিত শাহই আসছেন পশ্চিমবঙ্গে।
এদিন দিলীপ ঘোষ জানান, ৫ ও ৬ নভেম্বর ২ দিনের দক্ষিণবঙ্গ সফরে আসছেন শাহ। ৫ নভেম্বর মেদিনীপুরে জঙ্গলমহল ও রাঢ়বঙ্গের জেলাগুলির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ৬ নভেম্বর বৈঠক করবেন কলকাতা ও লাগোয়া জেলাগুলির নেতাদের নিয়ে।
২০২১ এর ভোটে, রাজ্য বিজেপির কর্মনীতি ঠিক করতে চলতি বছরের নভেম্বরে রাজ্যে আসবার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। তবে সম্প্রতি সে সিদ্ধান্ত বদল হয়েছে বলে জানান রাজ্যের বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি জানান,একুশে ভোটের কার্যনীতি ঠিক করতে নভেম্বর জেপি নাড্ডার বদলে রাজ্যে আসবেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভোটের আগে রাজ্যে বিজেপির সমস্ত কাজ পর্যালোচনা করতে ২দিনের জন্য রাজ্যে আসবেন তিনি। সমস্ত বিষয় নিয়ে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, অমিত শাহ বাংলা আসছেন,বিজেপির সাংগঠনিক কাজকর্ম এবং একুশে ভোটের রীতিনীতি ক্ষতিয়ে দেখতে।
২দিনের বাংলা সফরে, রাজ্য বিজেপির সমস্ত বিষয় পর্যালোচনা করার পাশাপাশি রাজ্যের বিজেপি নেতৃত্বদের সাথেও যথা, মুকুল রায়, দিলীপ ঘোষের সঙ্গে দলিয় বৈঠক করবেন। পুজোর আগে ১ দিনের শিলিগুড়ি সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নড্ডা। তখনই জানানো হয়েছিল পুজোর পর দক্ষিণবঙ্গে আসবেন শাহ। কিন্তু তাঁর ব্যস্ততার জন্য জেপি নড্ডাই দক্ষিণবঙ্গে আসবেন বলে জানানো হয় দিল্লি থেকে। এর পরই শাহের সফর চেয়ে দিল্লির ওপর চাপ বাড়ায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভোটের আগে রাজ্যে শাহকে চাই বলে জানায় তারা।