25 C
Kolkata
Monday, March 20, 2023
More

    রবিবার থেকেই বাড়ছে সব ধরণের বিলেতি মদের দাম, এমনটাই জানালো রাজ্য আবগারি দপ্তর

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মদের দামে রদবদল হতে চলছে রাজ্যে। আজ অর্থাত্‍ রবিবার থেকেই বর্ধিত দামে মিলবে মদ। নতুন করে মোট ২২টি ধাপে নতুন দাম ধার্য করা হয়েছে। যার ফলে নিজেদের প্রিয় ব্র্যান্ডের মদ কিনতে সুরাপ্রেমীদের পকেটে টান পড়বে বলেই মত ওয়াকিবহাল মহলের।

    এর আগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মদের ওপর অতিরিক্ত ৩০ শতাংশ কর চাপানো হয়েছিল। মূলত আবগারি শুল্ক বাড়াতেই এই পথে বরাবর হাঁটে রাজ্য সরকার। তবে সেই সময় চলছিল কমপ্লিট লকডাউন। কনফেডরেশন অব ইন্ডিয়ান অ্যালকোহল বেভারেজ কোম্পানিজের (Confederation of Indian Alcoholic Beverage Companies-CIABC) ডিরেক্টর জেনারেল বিনোদ গিরি জানান ফলে মদ বিক্রি অনেকটাই ধাক্কা খায়। গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমে যায় মদের বিক্রি।

    বিনোদ গিরি এও জানান যে, রাজ্যের অর্থসচিব এবং এক্সাইজ কমিশনরের সঙ্গে সংস্থার পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি এই বিষয়ে দেখা করে কথা বলেন। মদের দাম বৃদ্ধির ক্ষেত্রে নতুন যে ধাপগুলি নির্দিষ্ট করেছে সরকার, তা পুনর্বিবেচনা করা হোক, সরকারের কাছে এই আর্জি রাখা হয়েছে সংস্থার তরফে।

    এমনিতেই লকডাউনের শুরুর দিকে বন্ধ ছিল মদের দোকান। ফলে বিক্রিও ছিল বন্ধ। অনেকটাই লোকসান হয়েছে মদ বিক্রেতাদের। এবার দাম বৃদ্ধির ফলে আরও একবার ব্যবসার ঘাটতি আসতে চলেছে বলে মনে করেছেন মদ বিক্রেতারা।

    বিনোদ গিরির বক্তব্য, বিভিন্ন ব্র্যান্ডের মদের দাম বেড়েছে বিপুল হারে। এরফলে বিদেশী ব্র্যান্ডের মদ ছেড়ে অনেকে এখন দেশী মদের দিকে ঝুঁকবেন। এমন আশঙ্কা করছেন সিআইএবিসির (CIABC) ডিরেক্টর জেনারেল। তবে যে পুরনো মদ মজুত রয়েছে, স্টক খালি হওয়া পর্যন্ত, তা আগের দামেই বিক্রি করতে পারবেন বিক্রেতারা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...