25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার কোচবিহারের তুফানগঞ্জে, সাপুড়ে মুক্তি পাওয়াতে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একটি বিরল প্রজাতির সাপ সহ আরও ৩টি দেশীয় সাপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোগার কুঠি নতুন বাজার সংলগ্ন এলাকার বারুণীর হাটে। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছায় এবং সাপ গুলিকে এক সাপুড়িয়ার কাছ থেকে উদ্ধার করে।

    স্থানীয় সূত্রে খবর, এইদিন বারুণীরহাটে এক সাপুরে সাপের খেলা দেখাছিল। সেই সময় এই অঞ্চলের এক সর্পপ্রেমী তথা পরিবেশ প্রেমী বাসুদেব রায় সেখানে উপস্থিত হন এবং সেই সাপুরের কাছ থেকে সাপ ধরার নানা গল্প শুনতে থাকেন। এরপর তিনি সাপুড়ের সাথে কথায় কথায় জানতে পারেন যে ওই সাপুরের কাছে একটি বিষ দাঁত ভাঙা বিষধর গোখরো সাপ, আরেকটি বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় সাপ আছে। এছাড়াও তার কাছে, লাউডগা সাপ ও দাঁড়াশ সাপের বাচ্চা আছে। এছাড়াও বসুদেব বাবু সাপুড়ের সাথে কথা বলে জানতে পারেন যে তার কাছে আরও বেশ কয়েকটি জ্যান্ত সাপ আছে।

    এই সেই বিলুপ্তপ্রায় সাপ

    তত্‍ক্ষণাত্‍ বসুদেববাবু তলিগুড়ি রেঞ্জের দায়িত্বে থাকা বিট অফিসার বাল্মীকি বাবুকে খবর দেন। প্রায় আধ ঘন্টার মধ্যেই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং সাপ গুলিকে উদ্ধার করে সংরক্ষণের জন্য নিয়ে যান। এই ঘটনায় বন দপ্তর জানিয়েছেন, তারা সাপগুলিকে সযত্নে উদ্ধার করেছেন এবং অভিযুক্ত সাপুরেকে জিজ্ঞাসাবাদ করবার জন্য দপ্তরে নিয়ে যেতে চাইছিলেন। কিন্তু বাসুদেব বাবুর অনুরোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

    এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বিক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাপের খেলা দেখানো আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু তবুও গ্রাম্য এলাকায় এই ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এভাবে দোষিদের ছেড়ে দিলে তারা পরবর্তিতে এইসব কাজ আরও বেশি করে করবে। আইন অন্য কথা বললেও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় জনগন ব্যপক ক্ষোভ প্রকাশ করেছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...