দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: একটি বিরল প্রজাতির সাপ সহ আরও ৩টি দেশীয় সাপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জ ১ নং ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোগার কুঠি নতুন বাজার সংলগ্ন এলাকার বারুণীর হাটে। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছায় এবং সাপ গুলিকে এক সাপুড়িয়ার কাছ থেকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে খবর, এইদিন বারুণীরহাটে এক সাপুরে সাপের খেলা দেখাছিল। সেই সময় এই অঞ্চলের এক সর্পপ্রেমী তথা পরিবেশ প্রেমী বাসুদেব রায় সেখানে উপস্থিত হন এবং সেই সাপুরের কাছ থেকে সাপ ধরার নানা গল্প শুনতে থাকেন। এরপর তিনি সাপুড়ের সাথে কথায় কথায় জানতে পারেন যে ওই সাপুরের কাছে একটি বিষ দাঁত ভাঙা বিষধর গোখরো সাপ, আরেকটি বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় সাপ আছে। এছাড়াও তার কাছে, লাউডগা সাপ ও দাঁড়াশ সাপের বাচ্চা আছে। এছাড়াও বসুদেব বাবু সাপুড়ের সাথে কথা বলে জানতে পারেন যে তার কাছে আরও বেশ কয়েকটি জ্যান্ত সাপ আছে।


তত্ক্ষণাত্ বসুদেববাবু তলিগুড়ি রেঞ্জের দায়িত্বে থাকা বিট অফিসার বাল্মীকি বাবুকে খবর দেন। প্রায় আধ ঘন্টার মধ্যেই তিনি ঘটনাস্থলে উপস্থিত হন এবং সাপ গুলিকে উদ্ধার করে সংরক্ষণের জন্য নিয়ে যান। এই ঘটনায় বন দপ্তর জানিয়েছেন, তারা সাপগুলিকে সযত্নে উদ্ধার করেছেন এবং অভিযুক্ত সাপুরেকে জিজ্ঞাসাবাদ করবার জন্য দপ্তরে নিয়ে যেতে চাইছিলেন। কিন্তু বাসুদেব বাবুর অনুরোধের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বিক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সাপের খেলা দেখানো আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু তবুও গ্রাম্য এলাকায় এই ঘটনার বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এভাবে দোষিদের ছেড়ে দিলে তারা পরবর্তিতে এইসব কাজ আরও বেশি করে করবে। আইন অন্য কথা বললেও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় জনগন ব্যপক ক্ষোভ প্রকাশ করেছে।