দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আগামী মাস থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আবারও ক্লাস শুরু হবে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু কবে থেকে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল খুলবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেয় নি রাজ্য সরকার। স্পষ্ট জানিয়ে দিয়েছে পার্থ বাবু।
উল্লেখ্য, করোনাভাইরাস আবহে দীর্ঘদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শারীরিকভাবে উপস্থিত হয়ে করা ক্লাস বন্ধ আছে। অনলাইন ক্লাস চালু হলেও স্কুলে গিয়ে পঠনপাঠন শুরু করা যায়নি। তবে কবে থেকে স্কুল-কলেজ খুলবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা জারি ছিল। বিশেষত দেশের অন্যান্য একাধিক রাজ্যে ইতিমধ্যে বিধিনিষেধ-সহ খুলে গিয়েছে স্কুল-কলেজ। তাই অন্য রাজ্যের সাথে সাম্য বজায় রাখতে গেলে এখনি স্কুল খুলে দেওয়া প্রয়োজন এমনটাই মনে করছেন শিক্ষাবিদরা।
সেই উদ্দেশ্যে আজ (সোমবার) শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের অবস্থান, পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে ন্যূনতম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য। তাই করোনাভাইরাস পরিস্থিতিতে স্কুল কবে থেকে খোলা হবে, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে পার্থ চ্যাটার্জী বলেন, “শুধু স্কুল খুললেই তো হবে না। স্কুল চালু রাখতে হবে। পড়ুয়াদের ভাগ করে আনা যায় কিনা, তাও বিবেচনা করে দেখা হচ্ছে।”
শিক্ষা দপ্তর সূত্রে খবর, প্রাথমিকভাবে হয়তো উঁচু ক্লাসের পড়ুয়াদের জন্য ক্লাস শুরু হতে পারে। এমনিতেই এবার মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস হয়েছে মাত্র আড়াই মাস। অন্যবার নভেম্বরে টেস্ট হলেও এবার সেই সম্ভাবনা নেই। করোনার দাপটে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের তো কোনও ক্লাস হয়নি। সেক্ষেত্রে প্রাথমিকভাবে তাদের নিয়ে ক্লাস শুরু হতে পারে। তার ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনক্ষণও নির্ধারিত করা হতে পারে। পরবর্তীকালে ধাপে ধাপে বাকি পড়ুয়াদেরও স্কুলে আসার ক্ষেত্রে ছাড়া দেওয়া হতে পারে।
এছাড়াও আজ রাজ্যের তরফে জানানো হয়েছে, উপরিউক্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। যার ভিত্তিতে কালীপুজোর পর চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর সেই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।