28 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    ছট নিয়ে সুপ্রীমকোর্টে ধাক্কা খেল রাজ্য, সম্মতি তো মিললই না উল্টে নজরদারীর নির্দেশ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রবীন্দ্র সরোবরে ছটপুজো করতে চেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (‌সিএমডিএ)‌ মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। ওই মামলাটে রাজ্য ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল। আজ সেই মামলাতে ধাক্কা খেল রাজ্য সরকার।

    উল্লেখ্য, রবীন্দ্র সরোবর এলাকায় দূষণ ঠেকাতে ছটপুজো বন্ধ করার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল যে নির্দেশ দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ জারি করার আবেদন করা হয়েছিল সুপ্রীম কোর্টে। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টে সেই ধরনের কোনও পদক্ষেপ তো নেওয়ায় হয় নি উপরন্তু ট্রাইবুনালের নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কিনা তা দেখতে নোটিশ জারি করা হল। ফলে রবীন্দ্র সরোবরে ছটপুজো নিয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট।

    প্রসঙ্গত, দুর্গা পূজা, কালী পূজার পর কলকাতার বুকে রবীন্দ্র সরোবরে ছটপুজোর দিন ভিড় করেন অবাঙালি হিন্দি ভাষাভাষী মানুষজন। সরোবরের জলে নেমে পুজো সম্পন্ন করা ছাড়াও চলে দেদার বাজি-পটকা ফাটানো। এছাড়া পুজোর উপচার সহ বিভিন্ন ফুলজাত ময়লা ফেলা, ব্যক্তিগত খাবার দাবার খাওয়ার নোংরা করা তো আছেই। ফলে রবীন্দ্র সরোবর এলাকা ছটপুজোর জেরে অন্তত চার-পাঁচদিন চরম দূষণের কবলে পড়ে। এই নিয়েই রাজ্যের পরিবেশবিদরা মামলা ঠুকেছিলেন ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে।

    গত বছর ছট পুজোর পর রবীন্দ্র সরোবর, ছবি: গুগল

    পরিবেশবিদদের করা সেই সেই মামলায় রবীন্দ্র সরোবরে ছটপুজোর কোনও অনুষ্ঠান না করার নির্দেশ দেয় গ্রিন ট্রাইবুনাল। তার উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কেএমডিএ (KMDA)। সুপ্রিম কোর্টের বিচারপতি আর এফ নরিম্যানের নেতৃত্বাধীন বেঞ্চ নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে গ্রিন ট্রাইবুনালের নির্দেশ যথাযথভাবে পালিত হয়েছে কিনা তা রাজ্য সরকারকে পরবর্তী শুনানির দিন বিশদে জানাতে হবে।

    এবার এই রায়কে প্রতি বছর যথাযথভাবে কার্যকর করার দায়বদ্ধতা রাজ্য সরকারের কাঁধে। গত বছর ট্রাইবুনালের নির্দেশ মেনে রাজ্য সরকার ছটপুজোর দিন রবীন্দ্র সরোবর এলাকার সব গেট বন্ধ করে দিয়েছিল। রাখা হয়েছিল পুলিশের নিরাপত্তাও। কিন্তু হাজার হাজার মানুষ সেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে জোর করে সরোবরে ঢুকে পুজো করেছিল। এবার এই ধরনের ঘটনা ঠেকাতে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় সেই দিকেই সকলের নজর থাকবে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...