দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মঙ্গলবার সকালে জঙ্গল সাফাইয়ের সময় বিস্ফোরণে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে মৃত্যু হল এক ঠিকাকর্মীর। নিহত ঠিকাকর্মীর নাম ওমপ্রকাশ চৌহান। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় ওমপ্রকাশের দেহ। এই ঘটনায় আহত হয়েছেন আরেক ঠিকাশ্রমিক। বিস্ফোরণের কারণে DPL চত্বরে আতঙ্ক ছড়িয়েছে।
সূত্র মারফত খবরে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কারখানার ভিতরে ৭ নম্বর ইউনিটের কাছে জঙ্গল সাফ করছিলেন ২ ঠিকাশ্রমিক। বেলা ১১টা নাগাদ সশব্দে বিস্ফোরণ হয় সেখানে। বিস্ফোরণের আওয়াজ পেয়ে ছুটে যান কর্মী ও আধিকারিকরা। দেখেন ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ওমপ্রকাশ মিশ্র (৩৬) নামে এক ঠিকাকর্মীর দেহ। পাশেই আহত অবস্থায় কাতরাচ্ছেন রাম রুইদাস নামে আরেক কর্মী। তাঁকে উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পাওয়ায় মাত্র ঘটনাস্থলে যায় দমকল। কিভাবে ও কেন ডিপিএল এর ভেতরে জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হল তা এখনো জানা যায়নি। তবে ডিপিএলের এক আধিকারিক জানিয়েছেন, এই বিস্ফোরণ বয়লার ফেটে বা শর্ট সার্কিট থেকে ঘটেনি। তাহলে বিস্ফোরক বা বোমা মজুদ করা ছিল কী DPL এর ভেতরে? আর করলেও সেটা কারা করেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও DPL কতৃপক্ষ। তবে নিহত বা আহত’রা কোনো ক্ষতিপূরণ পাবে কিনা সে বিষয়েও এখনো কোন স্পষ্ট ধারণা বা বিবৃতি পাওয়া যায় নি।