28 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    ইতিবাচক বৈঠকের কথা জানালেন বিনয়, পাহাড়ে স্থান নেই বিমলের এমনটাই ইঙ্গিত

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:যে বৈঠকের দিকে পাহাড় ও সমতল একযোগে প্রত্যাশায় ছিল সেই বৈঠক ইতিবাচক হয়েছে জানালেন বিনয় তামাং। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিনয় তামাংয়ের এই গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় আধঘন্টা ধরে হয়েছে। সেই বৈঠকে বিনয় ও মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। তবে ছিলেন না বিমল গুরুং বা রোশন গিরি।

    যদিও বৈঠক শেষে কোনও পক্ষই কোনও সাংবাদিক বৈঠক করেন নি। তবে সূত্রের খবর বিনয় তামাং জানিয়েছেন সে বৈঠক ইতিবাচক হয়েছে। নবান্ন সূত্রে এটাও জানা গিয়েছে তামাং ও থাপাকে রাজ্যের তরফে জানানো হয়েছে যে, পাহাড়ে প্রশাসনিক স্তরে তাঁদেরকে সরিয়ে দেওয়ার কোনও চিন্তাভাবনাই নেই রাজ্যের। এমনকি গুরুংয়ের বিরুদ্ধে কোনও মামলাও প্রত্যাহার করা হচ্ছে না। তবে রাজ্য সরকার পাহাড়ে শান্তি চায়, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়। তাই বিনয় তামাং বা অনিত থাপারা এখন এমন কোনও পদক্ষেপ যেন না নেন যাতে পাহাড়ে কোন নতুন করে সমস্যার সৃষ্টি হয়।

    যদিও এদিন নবান্নে বৈঠক শুরুর আগেই পাহাড়ে উষ্ণতা বাড়িয়ে দেয় গুরুং ও বিনয়পন্থীদের একের পর এক মিছিল ও বৈঠক। এতদিন পাহাড়ে এক চেটিয়া ভাবে গুরুংয়ের বিরুদ্ধে মিটিং-মিছিল করে যাচ্ছিল বিনয়পন্থীরা। এদিনও তাঁরা দার্জিলিং শহরের বিকে গুরুংয়ের বিরুদ্ধে মিছিল বার করে। কিন্তু এটাও ঘটনা যে এদিনই প্রথম মিরিকে পাল্টা মিছিল বার করে গুরুংপন্থীরা। এই মিরিকেই একক ভাবে পুরসভার ক্ষমতা দখল করেছিল তৃণমূল। তাও নির্বাচনে জয়ী হয়ে। পাহাড়ে সেটাই ছিল সমতলের কোনও রাজনৈতিক দলের ক্ষমতা দখলের ঘটনা।

    কার্যত সেই ঘটনাই বিমলকে খেপিয়ে তুলেছিল। তারপরই ২০১৭ সালে পাহাড়ে জ্বলে ওঠে অশান্তির আগুন যাতে সাড়ে তিন মাস ধরে পাহাড়ে টানা বনধ চলেছে তাই নয়, ১৭জন বাসিন্দা সেখানে মারাও গিয়েছেন। আর এসবের জন্যই এখন গুরুংকে দায়ী করে তাঁর পাহাড়ে ফেরা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে বিনয় তামাং ও অনিত থাপারা। যদিও এদিনের বৈঠকের পরে পরিস্থিতির কোনও পরিবর্তন হয় কিনা সে দিকেই নজর থাকবে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...