দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আজ নবান্নের সাংবাদিক বৈঠকে বেশি করে লোকাল ট্রেন চালানোর পক্ষেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, বেশি করে ট্রেন চালালেই ভিড় কমবে। ফলে রোগ সংক্রমণের ঝুঁকিও কমানো যাবে।
গত কয়েকদিন ধরেই রেল এবং রাজ্য সরকারের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা নিয়ে দফায় দফায় বৈঠক চলছে। কবে থেকে এবং কীভাবে লোকাল ট্রেন পরিষেবা শুরু করা হবে, তা নিয়ে আজই বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। কিন্তু কীভাবে মাত্র ২০০ টি লোকাল ট্রেনে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দেওয়া হবে, সেটাই রাজ্য এবং রেলের কাছে মূল চ্যালেঞ্জ।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, লকডাউন শুরু হওয়ার আগে যে সংখ্যক লোকাল ট্রেন চলত, তার এক তৃতীয়াংশ ট্রেন চালানো হবে। হাওড়া এবং শিয়ালদহ থেকে দৈনিক ২০০ টি মতো লোকাল ট্রেন চালানো হতে পারে। কিন্তু লোকাল ট্রেনের উপরে যে পরিমাণ মানুষ নির্ভরশীল, তাতে এত কম সংখ্যক ট্রেন চালিয়ে যাত্রীদের মধ্যে দূরত্ব বিধি রক্ষা করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় থাকছেই।
লোকাল ট্রেন পরিষেবা শুরু করার জন্য অনেক দিন ধরেই দাবি জানাচ্ছেন নিত্যযাত্রীরা। মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন নবান্ন থেকে বলেন, বেশি করে লোকাল ট্রেন চালালেই ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে। সেক্ষেত্রে একটি ট্রেনে ওঠার জন্য সবাই তাড়াহুড়ো করবেন না বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। তবে ট্রেন চালানোর ক্ষেত্রে যাতে ভাল ভাবে স্বাস্থ্যবিধি মানা হয় এবং ট্রেনগুলিকে ঠিক মতো স্যানিটাইজ করা হয়, সেই পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু একদম কম সংখ্যক ট্রেন চললে আদৌ তাঁরা কতটা উপকৃত হবেন, তা নিয়ে যাত্রীদের মনে প্রশ্ন ছিল। মুখ্যমন্ত্রীর এ দিনের মন্তব্যের পর লোকাল ট্রেনের যাত্রীরাও অনেকটা আশ্বস্ত হবেন।