দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লঙ্কা গাছের উচ্চতা ২০ ফুট। সেটি আবার ভরে রয়েছে লাল লঙ্কায়। আর সেই গাছ দেখতে মানুষের তুমুল ভিড়! হ্যাঁ আজ এমনই দৃশ্য দেখতে পাওয়া গেল বীরভূমের কীর্ণাহারের বিমান ঘোষের বাড়িতে। জেলার কৃষি নিয়ে চর্চা করা মানুষেরাও এত বড় লঙ্কা গাছকে বিরল দৃষ্টান্ত বলেই মনে করছেন।
সাধারণভাবে লঙ্কা গাছ খুব বেশি লম্বা হয় না। খুব বেশি হলে ২ থেকে ৩ ফুট। তাই এই ২০ ফুট উচ্চতার লঙ্কা গাছ দেখে অবাক হয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। এমনকি অবাক এই গাছের মালিকও। ঘোষ বাবু বললেন, “আমার বাড়িতে যেন লঙ্কা-কাণ্ড ঘটে গিয়েছে। রোজ মানুষ আসছেন লঙ্কা গাছ দেখতে। গাছটা এত লম্বা হবে ভাবতেও পারিনি।”


কোথায় পেলেন এই গাছ! সে জিজ্ঞাসার উত্তরে তিনি জানিয়েছেন, বাজার থেকে বাড়িতে রান্নার জন্যই লঙ্কা এনেছিলেন আর তার এঁটো বীজই তিনি বাড়ির ভেতরের এই জমিতে লাগান। অনেক চারা বের হলেও এর মধ্যে একটি এমন লম্বা হতে থাকে যে, সকলকে ছাড়িয়ে উপরে উঠে যায়। গাছটিতে লাল লঙ্কাও ফলে ভাল। এখন তাঁর ইচ্ছা, কৃষি দফতরের বিশেষজ্ঞরা এসে দেখুন গাছটির এত লম্বা হওয়ার কারণ বিশ্লেষণ করে দেখুন।
এই লঙ্কা গাছ প্রসঙ্গে অধ্যাপক গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, এটি বিরল ঘটনা। তাঁর দাবি, “এখনও পর্যন্ত আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ১৯ ফুট লম্বা লঙ্কা গাছের খবর শুনেছি। কিন্তু পশ্চিমবঙ্গে তো নয়ই, ভারতেও এত বড় লঙ্কা গাছের কথা শুনিনি।” তাঁর ধারণা, দক্ষিণ আমেরিকার কোনও প্রজাতির বীজ থেকে এই গাছটির জন্ম। তবে সেটি কী ভাবে নানুর থানার কীর্ণাহারে ঘোষ বাড়িতে এলো, সেটাই এখন লঙ্কা-রহস্য।
তথ্য সুত্র: আনন্দবাজার