দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ নন্দীগ্রামে তেখালির সভামঞ্চ থেকে জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে কার্যত হুঙ্কার দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ ১৩ বছর ধরে অরাজনৈতিক ব্যানারে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে সংঘটিত হয়ে আসছে এই সভা। আর আজকে এই সভাকেই চ্যালেঞ্জ করে পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। যা নন্দীগ্রামের ইতিহাসে এই প্রথমবার। যেখানে সরাসরি রাজনৈতিক মঞ্চে হবে নন্দীগ্রাম শহিদ দিবসের অনুষ্ঠান। আজ বিকেলে সেই সভায় উপস্থিত থাকছেন রাজ্যের আর এক মন্ত্রী ফিরহাদ হাকিম। যা নিয়ে এই মূহুর্তে রাজ্য রাজনীতি বিতর্ক এবং জল্পনায় সরগরম।
আজও কারো নাম উল্লেখ না করেই নন্দীগ্রামের সংগ্রামের ১৩তম বর্ষপূর্তির মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘‘নন্দীগ্রামের কথা ওরা মনে রেখেছে বলে ভাল লেগেছে। খুব ভাল লেগেছে।’’ সেই নামহীন ও অজ্ঞাত মানুষ গুলোর উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘১৩ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়েছে?” “ভোটের আগে আসবেন, ভোটের পরেও তো আসতে হবে।’’
আজ এই মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘এই সভা বা কর্মসূচি নতুন নয়। এই সভা ১৩ বছরের সভা। এই কর্মসূচি ১৩ বছরের কর্মসূচি।’’ তিনি এই সভাতে আগত মানুষদের মনে করিয়ে দেন, ‘‘নন্দীগ্রাম আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছি। আমি নতুন লোক নই। চেনা বামুনের পৌতে লাগে না। নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দু অধিকারী বা অন্য কোনও ব্যক্তির নয়। এই আন্দোলন স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন।’’
উল্লেখ্য, নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি দীর্ঘ ১২ বছর ধরে অরাজনৈতিক ব্যানারে সভা করে আসছে। যার প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দু অধিকারী নিজেই। আজ শুভেন্দুর সকালের সভার পর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকেই বিকেলে সভা হবে চৌরঙ্গী বাজারে। সেখানে সভাপতিত্ব করবেন গণ আন্দোলনের নেতা মেঘনাথ পাল। থাকবেন আবু তাহের, পীযূশ ভুঁইয়ারা।
এবার এই দুটি সভার পাল্টা সভা করছে তৃণমূল। আর এই পাল্টা সভাই তৃনমূলের রাজনীতির অন্দরে তৈরি হওয়া ফাঁকটা প্রকট করছে। উল্লেখ্য, এদিন বিকেলে নন্দীগ্রামের হাজরাকাটায় সভা করবে রাজ্যের শাসকদল। শেখ সুফিয়ানের নেতৃত্বে হাজরাকাটায় তৃণমূলের সভায় থাকবেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। শুভেন্দুর পর ফিরহাদ তাঁর সভামঞ্চ থেকে কী বার্তা দিতে চলেছেন সে দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য রাজনীতি মহল।