দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাজ্যে শীত পড়তে না পড়তেই, করোনার প্রভাব যেন আরও জাঁকিয়ে বসলো পূর্ব বর্ধমান জুড়ে। শীতের শুরুতেই পূর্ব বর্ধমান জেলার দৈনিক সংক্রমন একদিনে বেড়ে হল ১৩৫ জন। আর এই রেকর্ড সমক্রমনে উদ্বিগ্ন সমগ্র বর্ধমানবাসী। সামনেই দীপাবলী, তার আগেই করোনার এমন দাপট, ইতিমধ্যে চিন্তার ভাঁজ ফেলেছে জেলা প্রশাসন তথা জেলা স্বাস্থ্য সংস্থার কপালে।
এই প্রসঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, ” শীতের শুরুতে নতুন করে সংক্রমণের হার বাড়ছে কিনা তা খতিয়ে দেখতে আরও কয়েক দিনের সংক্রমণের পরিসংখ্যাণ বিশ্লেষণ হবে। পাশাপাশি কোন এলাকা বেশি সংক্রমণপ্রবন এবং সেখানে সংক্রমণ ছড়ানোর কারণ কি, তাও খতিয়ে দেখা হচ্ছে”। সম্প্রতি পূর্ব বর্ধমানে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৩৫ জন। যারা প্রত্যেকেই বর্ধমান শহরেরই বাসিন্দা।
সূত্রের খবর , কাটোয়া এবং কালনা পুরসভার এলাকায় নতুন করে আটটি করোনা কেস সামনে এসেছে। পাশাপাশি গুসকরা পৌরসভা এলাকায় নতুন করে করোনায় এলাকায় আক্রান্ত হয়েছেন দু’জন,এবং মেমারি পৌরসভা এলাকায় তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এই একই ছবি শহরের গ্রামীণ অঞ্চলগুলিতেও। বর্ধমান এক নম্বর ব্লকে পাঁচ জন, দু’নম্বর ব্লকে আট জন, কালনা এক নম্বর ব্লকে সাতজন, কালনা দু নম্বর ব্লকে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলকোট ব্লকে আট জন, মেমারি এক নম্বর ব্লকে আট জন, ভাতারে চারজন, গলসি এক নম্বর ব্লকে পাঁচ জন ও গলসি দু নম্বর ব্লকে তিনজন,খণ্ডঘোষ ব্লকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ছ জন। কেতুগ্রাম এক নম্বর ব্লকে করোনায় আক্রান্ত হয়েছেন একজন, কেতুগ্রাম দু নম্বর ব্লকে দু’জন কোভিড আক্রান্ত। মন্তেশ্বরে একজন, পূর্বস্থলী এক নম্বর ব্লকে পাঁচ জন ও পূর্বস্থলী দু’নম্বর ব্লকের দুজন, রায়নায় এক নম্বর ব্লকে চারজন ও রায়না দু নম্বর ব্লকে আবারও একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনার সংক্রমনের প্রাক্কালে, শীতের আবহে করোনা বাড়ার সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছেল। ফলত: শীতের শুরুতেই হঠাৎ দৈনিক সংক্রমনের বৃদ্ধি নতুন করে চাপ বাড়াচ্ছে চিকিৎসক তথা প্রশাসনিক মহলের।