29 C
Kolkata
Tuesday, March 28, 2023
More

    মন্ত্রী ফিরহাদ হাকিমের ‘মিরজাফর’ উক্তি কার দিকে ইশারা করছে, জল তাহলে গরিয়েছে অনেকটাই

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ মঙ্গলবার সভা, পাল্টা সভায় সরগরম নন্দীগ্রাম। আজ সকালে তেখালিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর হুঙ্কারের পর বিকেলে নন্দীগ্রামের হাজরাকাটায় তৃণমূলের সভায় পাল্টা মন্তব্য করলেন রাজ্যের নগরোন্নয়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ওই সভা থেক নাম না নিয়েই বলেন ‘‌মীরজাফর তখনও ছিল। আজও আছে’‌। কিন্তু তিনি ওই সভা মঞ্চ থেকে কাকে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম?

    উল্লেখ্য, সম্প্রতি ‘‌দাদার অনুগামী’‌ ব্যানারে রাজ্যের বিভিন্ন জেলায় নজর কেড়েছেন শুভেন্দু অধিকারী। অধিকারী মহাশয়ের একের পর ‘বিস্ফোরক’ বক্তব্যে রাজ্য রাজনীতিতে বেড়েছে জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই এড়িয়ে চলার নীতি ধরে মেদিনীপুর সহ জঙ্গলমহলের রাশ নিজের হাতে রাখার চেষ্টা করছেন শুভেন্দু। এমনকী আজকের সভাতেও তাঁর মুখে ‌মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নাম শোনা যায় নি।

    আজ শুভেন্দু অধিকারীর এই একচেটিয়া ক্ষমতা দখলের মনোভাবকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, শুধু ‘‌আমি’‌ নয়, ‘‌আমরা’‌ কে নিয়ে চলতে হবে। ‌ঐক্যবদ্ধভাবে বাঁচতে হবে। তাঁর কথায়, ‘‌আমি বড়!‌ আমি আমি আমি!‌ আমিত্ব নয়। আমরা আমরা আমরা। আমরা সকলে মিলেই হবে শক্তি। একা একা থাকলে শক্তি আর থাকবে না। আমি আমি আমি— হয় না।’‌

    উল্লেখ্য, নন্দীগ্রাম কান্ডের পর থেকে এই ১৩ বছরে এই প্রথম তৃণমূলের ব্যানারে নন্দীগ্রামে শহিদ দিবস পালিত হল। এ ব্যাপারে সভায় উপস্থিত সাংসদ দোলা সেন বলেছেন, ‘‌প্রতি বছর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকেই নন্দীগ্রামে শহিদ সভা হয়। কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেওয়া হয় না। এবার যা হল তা এর আগে কখনও হয়নি। মমতাকে অবজ্ঞা করাতেই আলাদা সভা করেছে তৃণমূল।’‌

    প্রসঙ্গত, আজ সকালের প্রথম সভায় নাম না করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, ‘‌নন্দীগ্রামের কথা ওরা মনে রেখেছে বলে ভাল লেগেছে। খুব ভাল লেগেছে।’‌ তাঁর প্রশ্ন, ‘‌১৩ বছর পরে নন্দীগ্রামের কথা মনে পড়েছে?‌’‌ একপ্রকার আক্রমণ করেই শুভেন্দু অধিকারী কারও নাম না নিয়ে বলেন, ‘‌ভোটের আগে আসবেন, ভোটের পরেও তো আসতে হবে।’‌

    এদিকে, বিকেলের সভাতে এদিন পূর্ণেন্দু বসু, দোলা সেনের মতো ফিরহাদ হাকিমও মনে করিয়ে দেন, ‘‌স্বাধীনতার কথা বললে যেমন গান্ধীজির কথা বলতে হয়, তেমন নন্দীগ্রাম, সিঙ্গুর, ভাঙড়ের আন্দোলনের কথা হলে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসে। মমতা ছাড়া সিঙ্গুর, নন্দীগ্রাম, ভাঙড় আন্দোলন সম্ভব নয়। অবশ্যই এগুলি মানুষের আন্দোলন। কিন্তু মূল কাণ্ডারী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’‌

    আজ প্রসঙ্গ টেনে শুভেন্দুর প্যারাশুট–বক্তব্যের পাল্টা দিয়ে ফিরহাদ বলেন, ‘‌আমরা কেউ হেলিকপ্টারে আসিনি। আমরা প্রত্যেকে সিঁড়ি দিয়ে উঠেছি। আর সেই সিঁড়ি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’‌ মন্ত্রীর স্বীকারোক্তি, ‘‌ফিরহাদ হাকিমকে লোকজন চিনত না যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করার সুযোগ না করে দিতেন। যেদিন নন্দীগ্রামকে ভুলে যাব সেদিন মন্ত্রী হিসেবে থাকার অধিকার আমার থাকবে না।’‌ ফিরহাদ বলেন,‌ ‘‌জীবন থাকতে কোনওদিন ভুলব না নন্দীগ্রামের কথা। এই আন্দোলন আমাদের ভিত্তি।’‌

    তিনি আরও বলেন নন্দীগ্রামের সভামঞ্চ থেকে বাংলায় বিজেপি’র ক্ষমতা দখলের চেষ্টাকে রুখে দেওয়ার বার্তা দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘‌জগদ্দল পাথর‌ সিপিএম কে আমরা হারিয়েছি। কিন্তু তার থেকেও ভয়ানক দল হল বিজেপি। বাংলা দখল করার চেষ্টা করছে ওরা। আজ ‘‌আমি আমি’‌ করে সেই দলটাকে সুবিধা করে দেওয়া হচ্ছে না?‌ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতা করা অর্থাৎ বিজেপি’র হাত শক্ত করা। বিজেপি ক্ষমতায় আসা মানে বাংলাকে উত্তরপ্রদেশ বানিয়ে দেওয়া। বিজেপি ক্ষমতায় এলে এনকাউন্টার শুরু হবে, পিটিয়ে খুন করা শুরু হবে।’‌ কারও নাম না করে ফিরহাদ ফের আক্রমণ করে বলেন, ‘‌যাঁরা ভাবছেন যে পালে হাওয়া দিয়ে বিজেপি’র হাত শক্ত করব তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন।’‌

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...