দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ইতিমধ্যেই হাইকোর্ট সহ সুপ্রীম কোর্ট কালীপুজো-দীপাবলিসহ পশ্চিমবঙ্গে আসন্ন সমস্ত উৎসবে বাজি ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেছে। এবার আদালতের নির্দেশ কার্যকর করতে কোমর বেঁধে নামল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও রাজ্য পুলিশ। এই উদ্যোগের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় মোট ১০০০টি অত্যাধুনিক যন্ত্র বসানো হচ্ছে। কোনো অঞ্চলে বাজি ফাটলেই এই যন্ত্র সঙ্গে সঙ্গেই থানায় তা জানিয়ে দেবে। এমনকি কোন অঞ্চলে বাজি ফাটানো হয়েছে তাও এই যন্ত্রের সাহায্যে জানতে পারবেন পুলিশকর্মীরা।
উল্লেখ্য, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কালীপুজোর আগে কলকাতা পুলিশকে এই ১০০০টি GPS বসানো মাইক্রোফোন দিয়েছে। রাজ্যের উল্লেখযোগ্য বিভিন্ন থানা এলাকায় ভাগ ভাগ করে লাগানো হবে এই যন্ত্রগুলি। কোথাও শব্দ বাজি ফাটালেই পুলিশ আধিকারিকরা জানতে পারবেন নির্দিষ্ট সেই জায়গার নাম। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে আইনভঙ্গকারীদের ধরা যাবে।
এই প্রসঙ্গে, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, ‘এই যন্ত্রগুলি পুলিশকে ঠিক কোথায় বাজি ফাটছে তা সহজে বুঝতে সাহায্য করবে। যার ফলে দ্রুত পদক্ষেপ করতে পারবেন পুলিশকর্মীরা।’ এমনকি অত্যাধুনিক এই যন্ত্র কবে, কোথায়, কত জোরে বাজি ফাটানো হয়েছে সে সব তথ্যও নির্ভুলভাবে বলে দেবে। ওই যন্ত্র থেকেই প্রিন্টআউট মিলবে যাবতীয় তথ্যের। যা পরে প্রমাণ হিসেবে আদালতেও পেশ করা যাবে।
এই যন্ত্র প্রসঙ্গে কল্যাণবাবু আরও বলেন যে, পুলিশকর্মীদের তাঁরা এই যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছেন। এর পরও সেই যন্ত্র ব্যবহারে কোনও সমস্যা হলে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্মীরা পুলিশকে সাহায্য করবেন। শব্দবাজি ছাড়াও এই যন্ত্রের সাহায্যে লাউডস্পিকার ও সাউন্ড বক্সের উচ্চ আওয়াজও চিহ্নিত করা যাবে।