33 C
Kolkata
Sunday, April 2, 2023
More

    বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের ‘অধিকারী পরিবারের’ বাড়িতে বরফ গলাতে হাজির প্রশান্ত কিশোর

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বৃহস্পতিবার দিনে যদি কল্যাণ বন্দোপাধ্যায় হন তাহলে রাতে ফের খবরের শিরোনামে শুভেন্দু অধিকারী। আর এর জন্যে কৃতিত্ব প্রাপক আইপ্যাক এর কর্ণধার প্রশান্ত কিশোর। এদিন রাতে হঠাত্‍ই তিনি হাজির হলেন শুভেন্দু অধিকারীর বাড়িতে। যদিও কারণটা সকলেরই জানা। তবে পি কে আসতে পারেন এই বিষয়টি আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলেন বলেই কী বাড়িতে অনুপস্থিত শুভেন্দু? শুভেন্দু ঘনিষ্ঠ অনুগামীদের থেকে জানা গিয়েছে তিনি আজ ঘাটালে একটি সভায় গিয়েছেন।

    শুভেন্দু না থাকায় এদিন প্রশান্ত কিশোরকে কথা বলতে হয়েছে শুভেন্দুর বাবা তথা পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারীর সঙ্গে। প্রায় দু’ঘন্টা শিশির বাবুর সাথে কথা বলেন পিকে। বিশেষ সূত্রে খবর, এরপর পিকে’র অনুরোধেই শুভেন্দুর সঙ্গে টেলিফোনে যোগাযোগের ব্যবস্থা করে দেন শিশিরবাবু। আজ টেলিফোনে শুভেন্দুর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন পিকে। কিন্তু জানা গিয়েছে তাঁদের মধ্যে আজ যে কথাবার্তা হয়েছে সেখান থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে পিকের এ দিনের বৈঠক একেবারেই নিষ্ফলা।

    যে বরফ গলানোর জন্য হঠাত্‍ করে শুভেন্দুর বাড়িতে হাজির হয়েছিলেন পি কে তা ব্যর্থ বলেই খবর। তবে শুভেন্দুর ক্ষোভের কারণ কি, কিভাবে তার সমাধান করা যায় এই সমস্ত বিষয় নিয়ে পি কে এদিন কথা বলেছেন শিশিরবাবুর সঙ্গে। যদিও সূত্রের খবর, শিশিরবাবু পি কে’ কে জানিয়ে দিয়েছেন যে এটা শুভেন্দুর একেবারে ব্যক্তিগত ব্যাপার। তবে শুভেন্দু তৃণমূলে আছেন এবং এখনো পর্যন্ত দলের বিরুদ্ধে একটি কথাও বলেননি। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোনো শিবির থেকেই এখনো কোন বিবৃতি পাওয়া যায় নি।

    তবে আজ পি কে শিশির বাবু কে এটাই বুঝিয়েছেন যে তৃণমূল কোনো মতেই শুভেন্দুর মতো জননেতাকে হারাতে চায় না। উল্লেখ্য এদিনই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। নাম না করে তাঁকে তীব্র আক্রমণ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দুও। তিনি নাম না করে কল্যাণকে বলেছেন “দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি।”

    তবে এদিন রাতের খবরের ভিত্তিতে পরিষ্কার যে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের যে দূরত্ব তৈরি হয়েছিল তা এই মূহুর্তে মেটার কোনো আশা নেই। যদিও টিম টিকে যে শুভেন্দুকে পুনরায় মূলস্রোতে ফিরিয়ে আনতে চেষ্টার কসুর করবে না তা বোঝা গিয়েছে তাঁর এদিন শুভেন্দুর বাড়ি যাওয়াতে। সব মিলিয়ে ‘শুভেন্দু রহস্য’ যে এখনো অভেদ্য তা পি কে’ও আজ টের পেলেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...