দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করোনা আবহে দুর্গাপুজার মতই কালীপুজোতেও রয়েছে অনেক বিষয় নিষেধ। স্বাভাবিকভাবে পুজো পালন করতে না পেরে মানুষের মন কিছুটা হলেও ভারাক্রান্ত। কিন্তু শিল্পীমনকে করোনা আবহে বা শৃঙ্খলে হয়তো কিছুতেও বেঁধে রেখে দেওয়া যায় না। আর সে কথাই এবার সত্য হল নবদ্বীপের এক শিল্পীর কীর্তিতে। তিনি দেশলাই কাঠি দিয়ে এক অসামান্য শিল্পকীর্তির জন্ম দিয়েছেন। কালীর মূর্তি তৈরি করে নজির গড়লেন তিনি। তবে তিনি এই মূর্তি বানিয়েছেন একটি কাঠির ওপরেই!


শিল্পী গৌতম সাহা, নবদ্বীপ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দীপাবলির দিন কালীমাকে শ্রদ্ধা জানাতে চেয়ে তার নিজের হাতেই দেশলাইয়ের কাঠির ওপরে রুপোর প্রলেপ দিয়ে তৈরি করে ফেলেছেন একটি শ্যামা কালীমূর্তি। তবে শিল্পীর এই কীর্তিমানতা নতুন নয়। এর আগেও তিনি দেশলাই কাঠির ওপরে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ সহ বিভিন্ন মনীষীর মূর্তি তৈরি করেছিলেন।
জানা গিয়েছে শিল্পী এই ক্ষুদ্র শিল্প সৃষ্টির নেশা একদম বাল্যকাল থেকেই। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন মনীষীর প্রতিকৃতি তৈরি করেছেন। আর তাঁর এই কাজে তাঁকে সহায়তা করেন বৃদ্ধা মা এবং তার স্ত্রী সোমা সাহা। তাঁর ইচ্ছা তিনি এই পারদর্শিতাকে কাজে লাগিয়ে শুধু জেলা নয় দেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করবেন। ভবিষ্যতে আরো ক্ষুদ্র জিনিসের উপর কিছু তৈরি করে তিনি দেশবাসীকে উপহার দিতে চান।