দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সামনে বছরের মে মাসেই বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে অবহের আগেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতাদের নিশানা করে জঙ্গিহানার সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আইবি (IB) তাদের রিপোর্টে জানিয়েছে পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে অনলাইনে তরুণ-তরুণীদের নিয়োগ করে প্রস্তুতি নিচ্ছে আল কায়দা। হামলা হতে পারে যেকোনো সময়েই।
প্রসঙ্গত, খাগড়াগড় বিস্ফোরণের পর পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপের ঘাঁটি নিয়ে আর কোনও বিতর্ক নেই। আর গত কয়েক বছরে এরাজ্য থেকে ধরা পড়েছে একের পর এক জঙ্গি, যাদের সাথে আল কায়েদা, জঈশ সহ বাংলাদেশের এক গুচ্ছ জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে। এমনকি সম্প্রতি (গত সেপ্টেম্বরে) মুর্শিদাবাদ থেকে ৬ আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে NIA। উত্তর ২৪ পরগণা থেকেও ধরা পড়ে এক মাস্টারমাইন্ড তরুণী। আর এর পর পরই জঙ্গিদের পরিকল্পনা প্রকাশ্যে আসতে শুরু করেছে ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ৫ নভেম্বর IB তাদের একটি রিপোর্ট জমা করেছে যাতে আল কায়েদা জঙ্গিদের হিট লিস্টে পশ্চিমবঙ্গের একাধিক নেতা রয়েছেন। তরুণ তরুণীদের মগজধোলাই করে জিহাদের নামে নিয়োগ করছে আল কায়দা। আর এজন্য বিদেশে থাকা দক্ষ জঙ্গিদের সাহায্য নেওয়া হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। এমনকি বাঙালি জঙ্গি তৈরি করতে বাংলায় তর্জমা করা হচ্ছে জেহাদ সমন্ধিয় জঙ্গি নথি পত্র।