দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আজ মহা কালীপুজো। আমাদের ব্যুরো ফটোগ্রাফারের ক্যামেরার চোখে ধরা পড়েছে কলকাতার উল্লেখযোগ্য কালীপুজো। যার মধ্যে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর বাড়ির পুজো অন্যতম। রইল তারই কিছু ঝলক। মাননীয়ার বাড়ির পুজোর ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজ এর ভিডিও বিভাগ দেখুন।
পরের ছবিগুলি হিন্দ মোটর নবারুণ সমিতির। এবার ২৬’তম বর্ষে পদার্পণ করলো। ছবি: চিরঞ্জিত পালিত