25 C
Kolkata
Thursday, March 23, 2023
More

    বুদ্ধিজীবি হয়েও সুবিধাভোগীদের খাতায় পাওয়া যায়নি সৌমিত্রবাবুর নাম, বরং আমৃত্যু থেকে গেলেন বামপন্থী

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পশ্চিমবঙ্গে বামপন্থী দলগুলির নেতাদের মধ্যে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বন্ধু হারানোর শোক। সারাজীবন সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা না গেলেও মাঝেমাঝেই দেখা দিতেন বাম মনোভাবাপন্নদের অরাজনৈতিক মঞ্চে। এমনকী সিঙুর নন্দীগ্রাম আন্দোলনের সময় যখন পক্ষ বদল করেছেন বুদ্ধিজীবীরা, তখন অবিচল হয়ে তৎকালীন বাম শাসকদলের পাশেই ছিলেন সৌমিত্রবাবু। এমনকি রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠার তাঁর রাজনৈতিক অবস্থানের বদল হয়নি ।

    উল্লেখ্য, বাম নেতাদের সঙ্গে সৌমিত্রবাবুর ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। সরকার বদলের পরও সুবিধাভোগী বুদ্ধিজীবীদের তালিকায় নাম লেখাননি অভিনেতা। ‘পরিবর্তন চাই’ ব্যানারে কোনও দিন মুখ দেখা যায়নি তাঁর। তবে এটাও ঠিক কখনো সোচ্চারে বিরোধিতা করেননি তৃণমূলের। তবে আজীবন সোচ্চারে জানিয়েছেন বামপন্থার প্রতি তাঁর আস্থা। বলেছেন, বামপন্থাই দেশের-জাতির ভবিষ্যৎ। বামেদের অরাজনৈতিক মঞ্চে বারবার উপস্থিত থেকে বুঝিয়ে দিয়েছেন নিজের রাজনৈতিক অবস্থানও।

    প্রসঙ্গত, ২০১৭ সালে তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কার দেয় তৃণমূল সরকার। রাজ্যের নির্বাচিত সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়েই সেই পুরস্কার গ্রহণ করেছিলেন তিনি। সম্প্রতি CAA ও NRC বিরোধী আন্দোলনকেও সমর্থন জানিয়েছিলেন সৌমিত্রবাবু। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর দাবিতে বামেদের আয়োজিত একটি অনুষ্ঠানেও ছিলেন ।

    See the source image

    সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ‘বামপন্থার প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। অনেকবার আমাদের সঙ্গে রাস্তায় নেমেছেন। বড় মাপের অভিনেতা হলেও খুব সাধারণ জীবনযাপন করতেন। একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন তিনি। আমাদের খুব ক্ষতি হয়ে গেল।’

    তথ্য সুত্র: এইচ টি বাংলা

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...