দ্য ক্যালকাটা মিরর: হিন্দমোটর নবারুণ সমিতির কালীপুজো এবার ২৬ ‘তম বর্ষে পা দিল। এ বছরে দেবীর থিমে রয়েছে ‘বিশ্ব ভাবনা’ যেখানে কাপড়ের ধুতুরা ফুল, আয়নার ঝালর সহ কাগজের নৌকার এক অনবদ্য শৈল্পিক নমুণা। দেখে নিন সেই দুরন্ত শৈল্পিক কাজের ঝলক সেই সাথে মায়ের পুজোর বেশ কিছু মুহূর্ত। যা আপনাকে মানসিক তৃপ্তির পাশাপাশি এনে দেবে চোখের শান্তিও। ছবি গুলি তুলেছেন চিরঞ্জিত পালিত।