দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনার আবহে সুরক্ষাবিধি মেনে এবারের দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি অনুষ্ঠান সেরেছেন মানুষ। এই মরশুমে বাঙালীর অনুষ্ঠান ভাইফোঁটার বাজার কিছুটা ম্লান থাকলেও অল্প স্বল্প আয়োজন ও দূরত্ব বিধি মেনে এবছরে ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন বোন ও দিদিরা। আর এই লিস্ট থেকে বাদ যায়নি বিশিষ্টরাও।
এবারের করোনা আবহে সুরক্ষার কারণে নিজের বাড়িতে ‘ভাইফোঁটা’র অনুষ্ঠান না রাখলে বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষায় টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আজ ভাইফোঁটা। আমার সকল ভাই ও বোনেদের জানাই শুভেচ্ছা ও ভালবাসা’।
ভাইফোঁটার জন্যে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । হিন্দিতে মোদি লিখেছেন, ‘ভাইফোঁটার পবিত্র দিনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা।’
মাস্ক পরেই ফোঁটা নেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বিদ্যুত্মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ত ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দেখুন সে ছবি: