27 C
Kolkata
Saturday, April 1, 2023
More

    শুভেন্দু অধিকারীর বিক্ষুব্ধ হওয়ার ‘সিদ্ধান্ত’ কী আদতে আইপ্যাকের গেম প্ল্যান! নতুন জল্পনা রাজ্য রাজনীতিতে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আর ৪৮ ঘন্টা পরেই রামনগরের সভায় মুখ খোলার কথা নিজেই আগাম জানিয়ে রেখেছেন নন্দীগ্রাম আন্দোলনের গণনায়ক, শুভেন্দু অধিকারী। আর সেই ‘টুইস্ট’ এর দিকেই এখন তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। সকলেই জানতে চাইছেন আগামী ১৯ শে নভেম্বর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কী বলেন। কারণ এর আগেই তিনি বলেছেন, “অনেক কিছু কথা আছে বলার!” আর সেই অনেক কথার শোনার অপেক্ষায় প্রহর গুণছে বাংলার রাজনৈতিক মহল সহ প্রত্যেকেই।

    শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যের শাসক দলের শিবিরে একের পর এক বিক্ষুব্ধ নেতার উত্থান হচ্ছে। ক্রমেই বেসুরো হচ্ছেন তাঁরা। দলের অনেক সিদ্ধান্ত, বিশেষ করে প্রশান্ত কিশোরের আইপ্যাক ও প্রশান্ত কিশোর এই দুই বিষয় তাঁরা তাদের অস্বস্তি ও প্রশ্ন তোলার পাশাপাশি প্রকাশ্যে মুখও খুলছেন। আর এই সব ‘লক্ষণ’ কিন্তু সিঁদুরে মেঘের মত যা দেখে দলের অনেকেরই মনে হচ্ছে তৃণমূলের আদি অংশের নেতারা নির্দ্বিধায় শুভেন্দু বাবু কে সমর্থন করবে। কারণ এই মূহুর্তে যারা কোনও পদে আছেন বা মন্ত্রীত্বে আছেন, যাদের নবীন প্রজন্মের নেতৃত্ব মেনে নিতে সমস্যা নেই, তাঁরা ছাড়া দলের আদিস্তরের অনেক নেতা বা জনপ্রতিনিধিরা সম্ভবত শুভেন্দুর পাশেই দাঁড়াতে চলেছেন। এমনি গোপন সূত্রে খবর শুভেন্দু দল ছাড়লে তাঁরাও তৃণমূল ছাড়বেন। এমনকি শুভেন্দু বাবু পৃথক ‘দল’ তৈরি করে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করলে তাঁরাও সেই দলে যোগ দেবেন।

    উল্লেখ্য, শুভেন্দুবাবু পুজোর আগে থেকেই দলের থেকে ক্রমশ দূরত্ব বাড়িয়েছেন। নিজে রাজ্যের মন্ত্রী থাকলেও রাজ্য মন্ত্রীসভার কোনও বৈঠকে আসছেন না। অথচ তৃণমূলের পতাকা, ব্যানার ছাড়াই একের পর এক সামাজিক ও নিজের অনুগামীদের সভা করে চলেছেন তিনি। সেই সব অনুষ্ঠানে বা সভায় মমতা বন্দোপাধ্যায়ের না থাকছে কোনও ছবি, বা না কেউ সেখানে নিচ্ছেন দলনেত্রীর নাম। সম্পুর্ণ সমান্তরাল ভাবে এক পৃথক মঞ্চ হিসাবেই পরিচালিত হচ্ছে।

    আর শুভেন্দু বাবুর এই রাজ্য জুড়ে অনুগামী মূলক পোস্টার কান্ড দেখে বিশিষ্ট মহলে একটাই গুঞ্জন আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে এই পৃথক মঞ্চকেই নতুন কোনও নাম দিয়ে আলাদা দল গঠনের কথা ঘোষণা করতে পারেন নন্দীগ্রামের বিধায়ক। তবে এটা তখনই সম্ভব যদি না তাঁর সঙ্গে দলের বিবাদ, দূরত্ব, মতভেদ না মিটে গিয়ে থাকে। অনেকেই শুভেন্দুর এই দল ত্যাগ মানসিকতার সাথে মমতা ব্যানার্জী’র কংগ্রেস ত্যাগের তুলনা টানছেন। আর বিশিষ্ট জনদের ধারণা যদি ঠিক হয়েই থাকে তাহলে পশ্চিমবঙ্গে নতুন একটি আঞ্চলিক দলের উত্থান হতে চলেছে।

    দলের সাথে শুভেন্দুর বিবাদ যেভাবে প্রকাশ্যে ‘দৃশ্যমান’; যেভাবে কল্যাণ বন্দোপাধ্যায়ের ‘কু কথার’ পর রামনগরের বিধায়ক অখিল গিরি শুভেন্দু অধিকারীকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তাতে এটা স্পষ্ট যে দলনেত্রীর নির্দেশেই এই ঘটনাগুলি সংঘটিত হচ্ছে। আর অনেকেই এখন মনে করছেন আদি তৃণমূলের একটা বড় অংশই এখন শুভেন্দুর পাশে রয়েছেন। শুভেন্দু তৃণমূল ছাড়লে তাঁরাও দল ছাড়বেন। শুভেন্দু পৃথক দল গড়লে তাঁরাও সেখানে সামিল হবেন।

    শুভেন্দু অধিকারী নিজে বা এই সব বিক্ষুব্ধ তৃণমূল নেতা বা বিধায়কেরা বিজেপিতে যেতে চান না। তাঁরা পৃথক দল গড়েই বাংলার রাজনীতিতে থাকতে চান। আর এই পয়েন্টেই অনেক বিদ্বজন মনে করছেন, শুভেন্দুর এই দল ত্যাগ বা দল গঠন (যদি গড়েন) অনেকাংশেই পি কে’র গেম প্ল্যান। কারণ বিজেপি যেভাবে ঘাড়ে নিশ্বাস ফেলছে সেখানে ভোট কাটা ছাড়া তৃণমূলের পুনরায় ক্ষমতাতে আসা এই মূহুর্তে কঠিন বলে মনে হচ্ছে। সেখানে বাম-কংগ্রেস দুর্বল জোটের তুলনায় শুভেন্দু অধিকারীর দল অনেকটাই বেশি শক্তপোক্ত হবে। সেক্ষেত্রে জননেতাহীন বিজেপি কে যদি কিছু সংখ্যক মানুষ ক্ষোভে বা আবেগে ভোট দিয়েও থাকেন, শুভেন্দুর দলের জেতার চান্স অনেক বেশি। ভোটের ফলাফল দেখে যদি শুভেন্দু ও তৃণমূল একসাথে মিলে যায় তাহলে আঁটি হয়ে গড়াগড়ি খাবে বিজেপি। আর এই গোপন প্ল্যানেই এগোচ্ছে তৃণমূল। তবে এই সব অনুমান আপাতত ঠিক বা ভূল কিনা সেসবের উত্তর মিলতে পারে আগামী ১৯ তারিখের সভায়। আর সেদিকেই তাকিয়ে বিশিষ্টমহল সহ আমজনতা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...