দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মঙ্গলবার সাত সকালে পূর্ব বর্ধমানের গোদা বাইপাস অঞ্চলে দেখা মিলল এক নীলগাইয়ের।আহত নীলগাইটি স্থানীয় বাসিন্দাদের প্রথমে নজরে আসে ।স্থানীয়দের তরফে খবর যায় বর্ধমান পুলিশের কাছে। এরপরই ঘটনা স্থলে গিয়ে পৌঁছোয় পুলিশ সহ পশুপ্রেমী সংগঠন ও বনদপ্তরের একটি দল।
পুলিশি তরফে নীলগাইটিকে তুলে দেওয়া হয় বনদপ্তর কর্মীদের হাতে। তবে নীলগাইটি বর্ধমান এলাকায় কিভাবে এল তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ দানা বেঁধেছে। পুলিশের অনুমান এর সাথে পশু পাচারকারীদের একটা যোগ থাকতে পারে। বিভাগীয় বনাধিকারিক দেবাশিস শর্মা জানান, এই প্রজাতির নীলগাই সাধারণত উত্তরপ্রদেশেই দেখা যায়।
পুলিশের সন্দেহ নীলগাইটি উত্তর প্রদেশ থেকে কলকাতায় পাচার করবার জন্য নিয়ে যাওয়ার সময় নীলগাইটি কোনো কারনে গাড়ি থেকে পড়ে যায় এবং জখম হয়।গাড়ি থেকে পড়েই পায়ে এবং কোমড়ে চোট পেয়েছে ওই নীলগাই।ঘটনার সাথে পশু পাচারের কোনও যোগসূত্র আছে কিনা তাও ক্ষতিয়ে দেখবে বর্ধমান পুলিশ। আহত নীলগাইটিকে ইতিমধ্যেই চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে।