দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বাংলা ভাষার পক্ষে থাকা বাংলাপক্ষের ফের জয় হল। ইংরেজি বলতে না পারায়, হারানো চাকরি ফেরত পেলেন কর্মীরা। কয়েকদিন আগেই, সরকারি আয়কর দফতরের কলকাতা শাখার পাঁচজন অস্থায়ী কর্মীদের,ইংরাজী বলতে না পারার দরুণ চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।
জানা গিয়েছে এই পাঁচ অস্থায়ী টাইপিস্ট এবং স্টেনোগ্রাফারকে অক্টোবর মাসে হঠাৎ করেই কাজ থেকে বরখাস্তের নোটিস দেন কলকাতা আয়কর দফতরের অধিকর্তা। বরখাস্তের কারণ হিসেবে ওই পাঁচ কর্মীর ইংরেজি কথ্য ভাষায় অদক্ষতার কথা বলা হয়।
কিন্তু বরখাস্ত হওয়া ওই কর্মীরা জানান, তাঁদের চাকরির শর্তে ইংরাজী বলা নিয়ে কোনও শর্তের উল্লেখ ছিল না। ঘটনা প্রকাশ্যে আসতেই, ওই কর্মীদের পাশে দাঁড়ায় বাংলাপক্ষ। ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাপক্ষ জানায়, “বাংলার মাটিতে বাংলা বলতে না পারাটা অযোগ্যতা, ইংরাজী বলতে না পারাটা নয়”।
পরে বাংলাপক্ষের দাবিতে, ওই কর্মীদের পুনরায় চাকরি ফিরিয়ে দেন ওই আয়কর সংস্থার আধিকারিক।