24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    আলুর দাম কেন এত বাড়ছে, এর পেছনে আসল ঘটনা কী জেনে নিন আজ

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বাজারে আলুর দাম উর্ধমুখী। দামের যা গ্রাফ তাতে খুব শিগগির দাম ৫০ টাকা প্রতি কেজিতে গিয়ে ঠেকবে। ইতিমধ্যে পাইকারি বাজারে জ্যোতি আলু ১৮৫০ টাকা বস্তা দর, পোখরাজ ১৭৭০ টাকা, চন্দ্রমুখী আলু ১৯৫০ টাকা। খুচরো বিক্রেতারা ৪৫ থেকে ৪৮ টাকা দরে আলু বিক্রি করেও তেমন লাভবান হচ্ছে না। কারণ দাম বেশি হওয়ার জন্য আর্থিক লগ্নি বেড়ে যাচ্ছে খুচরো ব্যবসায়ীদের। সেই তুলনায় লাভ কম। এছাড়া প্রতি বস্তাতে কাটা আলু ও নষ্ট আলুতো থাকছেই।

    এবার দেখে নেওয়া যাক আলুর এত দামের কারণ কী। তদন্তে নেমে দেখতে পাওয়া গেল পোস্তা বাজারের পাইকারি বিক্রেতা দের মতে প্রতি বছর আলু চাষের জন্য রাজ্যের বাইরের বীজ আলু আসত। লকডাউন ও পাঞ্জাবে রেল বন্ধ থাকার জন্যে এই বছর সেই বীজ আলুর দাম ৮৫০০ – ১০০০০ টাকা কুইন্টাল গিয়ে দাঁড়িয়েছে। ফলে খুচরো কেজি প্রতি দাম পড়ছে ৮৫-১০০ টাকা। বীজ আলুর দাম এত বেশি হওয়ার জন্য, চাষীরা তাদের নিজের গচ্ছিত আলু – বীজ আলু হিসাবে ব্যবহার করছেন। তাই বাজারে আলু অভাব পড়ার এটি একটি কারণ। তাই নতুন আলু না ওঠা পর্যন্ত এই অভাব থাকবে।

    গতকাল বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ অভিযোগ করেন যে,’ যে আলু চাষীরা বিক্রি করেছেন ৫ টাকা কেজি দরে, সেই আলুই আবার চাষীরা আবার কিনছে ৪০ টাকা কেজি দরে’। তিনি এও বলেন ‘ দিদির ভাইয়েরা আলুর বন্ড কিনে গুছিয়ে রেখেছে। তারা না ছাড়ার ফলে আলুর দাম বৃদ্ধি হচ্ছে ‘।

    দিলীপবাবুর সন্দেহ যে অমূলক নয় সেটা জানা গিয়েছে বিশেষ সূত্রে। সিঙ্গুর,তারকেশ্বর,আরাম বাগ ইত্যাদি বিস্তীর্ণ এলাকাতে সমাজের কিছু আর্থিক প্রভাবশালী মানুষ রয়েছেন ,যারা আলুর বন্ড কিনে ,আটকে রেখেছে। তারা ওই বন্ড ছাড়ছেন না যার ফলে হিম ঘরে আলু আটকে রয়েছে। আর স্বাভাবিক কারণে আলুর দাম বেড়ে রয়েছে বাজারে।

    এই আলুর বন্ড আটকে রাখার বিষয়ে রাজ্যের টাস্ক ফোর্সের বক্তব্য,- কেন্দ্র অত্যাবশকীয় পণ্য আইন থেকে,আলু, পেয়াঁজ এর মত দ্রব্য বাদ দিয়েছে। যার ফলে মজুতের ঊর্ধ্ব সীমা সম্পর্কে কোনো বিধি নিষেধ নেই। রাজ্য সরকার তাই এই সব প্রভাবশালির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না। এক কথায় রাজ্য কেন্দ্রের ওপরে দায়ভার চাপিয়ে দিচ্ছে।

    টাস্ক ফোর্সের মতে “আলু প্রতিদিন ভিন রাজ্যে রপ্তানি হচ্ছে। উত্তর প্রদেশ, দিল্লিতে আলু ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যার ফলে বেশ কিছু আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে বেশি দামে আলু বিক্রি করে দিচ্ছে।” ফলে এই মূহুর্তে আলুর দাম কমার নয় বরং কদিন বাদে আলু ৭০-৮০ থেকে ১০০ ছুঁয়ে গেলেও অস্বাভাবিক কিছু বিষয় হবে না। তবে রাজ্য-কেন্দ্র মিলে এই বিষয়টি না মেটালে, লালু বিহীন বিহারের মতন আলু বিহীন বঙ্গে থাকতে হবে বাঙালি কে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...