দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: হাওয়া অফিস জানাচ্ছে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে শনিবারেও। তবে তা খুবই হালকা পরিমানে হবে। আর এই বৃষ্টির আবহাওয়ার জন্য আংশিক মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে। এই মূহুর্তে শীতের তেমন প্রকোপ নেই বললেই চলে। রাতের দিকেও চলছে ফ্যান। তবে এই বৃষ্টির আবহ কাটলে হু হু করে নামতে পারে পারদ।
গতকাল অর্থাত্ বৃহস্পতিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত মেদিনীপুর ও পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে ২.২ ও ৬.০ মিলিমিটার। কলাইকুন্ডায় ২.০ মিলিমিটার বৃষ্টি হয়। এবার জেনে নয় যাক আজ শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের জেলগুলি বাদে বাকি জায়গা বা বাকি জেলাগুলিতে শুকনো অবহাওয়ায় থাকবে।
এবার দেখে নেওয়া যাক শনিবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে? আলিপুর আবহাওয়া দফতর সূত্র অনুযায়ী উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলি বাদে বাকি অংশে আবহাওয়া শুকনোই থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির আবহ কাটলে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
শুক্রবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা আসানসোলে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ২১.০ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৯.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।