দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ছট পূজোর আগে বাজি নিয়ে কড়াকড়ি প্রশাসন। এবছর করোনার জন্যে কলকাতা হাইকোর্টের নির্দেশ সারা রাজ্যে বাজি বিক্রি সহ সব রকম বাজি ক্রয় নিষিদ্ধ করেছিল আদালত। সেই নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ ছিল কালি পূজো, ছটি পূজো, জগদ্ধাত্রী পূজোয় বাজি নিষিদ্ধের কথা। কালি পূজোর পর আজ ও কাল ছট পূজো তাই বাজি নিয়ে ফের কড়াকড়ি প্রশাসন। চলছে পুলিশি অভিযানও।
সম্প্রতি, পূর্ব বর্ধমানের নতুনগঞ্জ অঞ্চলে বুধবার রাতে চল্লিশ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করলো বর্ধমান পুলিশ। নিষিদ্ধ বাজি রাখার অপরাধে, গ্ৰেফতার হয়েছে বাজি ব্যাবসায়ী মৃত্যুঞ্জয় মাঝি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।
শহর থেকে জেলা, সব অংশেই বাজি ক্রয় ও বিক্রয় নিয়ে চলছে কড়া নজরদারি। পাশাপাশি ছট্ পূজো উপলহ্মেও যা বিধিনিষেধ জারি হয়েছে তাও যেন বহাল থাকে সে বিষয়ে সজাগ পুলিশ প্রশাসন।