দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অতিমারি ছড়ানো করোনা ভাইরাসের সংক্রমণ ও আতঙ্কের আবহে প্রথম থেকেই কার্যত যুদ্ধ করে আসছে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা ও সমাজ সেবী মানুষেরা। আর এই মানুষগুলোকে যাঁরা নিরলস পরিশ্রম করে সুরক্ষা দিচ্ছেন তাঁরা হলেন পুলিশ।
সমাজ সেবী আবেদার মল্লিক
এবার সেই করোনা যোদ্ধাদের সম্মান জানাতে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এর সামাজিক সেবা সমিতি। শুক্রবার কোলাঘাট বিট হাউস এর সমস্ত পুলিশ কর্মীদের এই দিন এই সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আগামী দিনে এসব যোদ্ধাদের পাশে থাকার অঙ্গীকার করলেন এই সংগঠনের সম্পাদক সমাজ সেবী আবেদার মল্লিক।
আজ এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন “গত নয় মাস ধরে যে রকম ভাবে মহামারি ভাইরাসের মোকাবিলায় কার্যত যুদ্ধ করছে পুলিশ প্রশাসন তাতে আমরা আপ্লুত, সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমে এবং মানুষের কাছে হাত জোড়ে কাকুতি-মিনতি করে এই মহামারীর ভাইরাসের সচেতন করেছে পুলিশ প্রশাসন। এর জন্য আমরা ধন্য আগামী দিনে সব সময় পুলিশ প্রশাসনের পাশে রয়েছি। এই সম্মান পাওয়ার পর যথেষ্ট খুশি হয়েছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা।”