দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীপাবলীর পরেই বিহারী সম্প্রদায়ের মানুষের জন্যে আসে ছট পুজোর আরাধনা। জানা গিয়েছে সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য উদয় হওয়ার সময় সূর্য দেবতার পূজার মাধ্যমে ছট পূজা আরাধনা। এই বিশেষ আরাধনাতে মেতে থাকেন সমস্ত বিহারী সম্প্রদায়ের মানুষেরা। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ন নদীর ঘটে এমন চিত্র উঠে এলো।যেখানে এলাকার সমস্ত বিহারী সম্প্রদায়ের মানুষ তাদের পুজোর ডালি নিয়ে নদীর ঘাটে উপস্থিত হয় সূর্য দেবতার আরাধনার লক্ষ্যে।
যাতে এই পুজো কে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য টহলদারিতে লক্ষ্য করা গেছে কোলাঘাট বিট হাউসের পুলিশ কে। তবে এই বছর মহামারি ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এবং সমুদ্র বজায় রেখে ছট পুজোর আরাধনা করলে এলাকার সমস্ত বিহারী সম্প্রদায়ের মানুষ। দিপাবলীর পর থেকেই নানান রীতিনীতি মেনেই চলে এই ছট পুজোর প্রস্তুতি।