দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ‘কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৫৯ শতাংশ। ৬ নভেম্বর প্রথমবার কলকাতার তাপমাত্রা কুড়ির নীচে নামে। ৮ নভেম্বর পারদ নামে ১৮.৩ ডিগ্রিতে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।’


আজ রাত থেকে আবার ও রাজ্যে প্রভাব বাড়বে শীতের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকেই রাজ্য জুড়ে ঠান্ডা পড়তে চলেছে। হু হু করে নামতে চলেছে পারদ।২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর কলকাতাতে ও তাপমাত্রা নামবে ২০-র নিচে। এবং অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্বু-কাশ্মীরে। এর প্রভাবে তাপমাত্রা নামার সম্ভাবনা উত্তর -পশ্চিম ভারতে। নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা ও লক্ষ্য করা যাচ্ছে।
উত্তর ভারতের বেশিরভাগ উঁচু অঞ্চলে ইতিমধ্যেই তুষারপাতের কারণে সমতল জায়গাগুলিতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছে।সম্ভবত এই কারণেই হু হু করে নামছে তাপমাত্রা।
তবে দেশের কিছু জায়গায় ২২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়া কেরল, তামিলনাড়ু,ওড়িশা, তেলঙ্গানা সহ বিভিন্ন রাজ্যগুলিতে হাল্কা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এরই সঙ্গে ২২ শে নভেম্বর উঁচু পর্বত অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে প্রবল।
স্কাইমেট জানিয়েছে, রবিবার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরব সাগরে নিম্নচাপ এবং একই সঙ্গে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব এবং পূবালী হাওয়ার দাপটে আন্দামান-নিকোবর, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, কেরালা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।