দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: তৃণমূলের সঙ্গে সমঝোতার পথ খুঁজে বার করতে সোমবার দ্বিতীয় দফায় সৌগত রায়ের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকেই শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যতের ফয়সলা হতে পারে বলে মনে করছেন অনেকে। সোমবার বিকেলে কলকাতায় এই বৈঠক হওয়ার কথা। তবে কোনও পক্ষই কোথায় বৈঠক হবে তা জানায় নি।
সূত্রের খবর শুভেন্দুর সঙ্গে সমঝোতার রাস্তা খুলতে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান সাংসদ সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন। তবে শুধুমাত্র সৌগতবাবুই শুভেন্দুর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন। এর আগে দুপক্ষের ভাইফোঁটার দিন প্রথম বৈঠক হয় নিউ টাউনে। তাতে শুভেন্দুবাবু নিজের ‘বক্তব্য’ সৌগতবাবুর সামনে তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌগতবাবু সে সম্বন্ধে অবিহিত করেওছেন। এর পাশাপাশি সুদীপবাবুর সঙ্গে সম্যক আলোচনাও করেন। আর এর পরই সোমবার দুজন ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে তৃণমূল সূত্রের খবর, সোমবারের বৈঠকের আগে শুভেন্দুর মান ভাঙাতে তৃণমূলের শীর্ষনেতৃত্বরা নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন। দলের অন্দরে এও সিদ্ধান্ত হয়েছে যে শুভেন্দু নিজে থেকে দল না ছাড়া পর্যন্ত তাঁকে বহিষ্কার করা হবে না বরং দলের মধ্যেই তাঁকে একঘরে করে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। তবে তৃণমূল শুভেন্দু বাবুকে বুঝিয়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবে।
অংদরের খবর, সৌগতবাবু এদিনের বৈঠকে শুভেন্দুর ‘বক্তব্য’ দলের পক্ষে কতটা মেনে নেওয়া সম্ভব তা তাঁকে জানাবেন। প্রসঙ্গত: দলের মধ্যে নিজের দায়িত্ববৃদ্ধি ও জেলা পর্যবেক্ষক পদ ফেরানোর পক্ষে শুভেন্দু বাবু সওয়াল করেছিলেন। এবার সেই পদ তাঁকে ফেরানো সম্ভব কি না তাও এদিন জানানো হতে পারে তাঁকে বলেই মনে করছে তৃণমূলের বিশেষজ্ঞ মহল।